যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে জিল্যান্ড টাউনশিপের অটোয়া এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
শেরিফের দপ্তর নিহত দুজনকে শনাক্ত করেছে। তাঁরা হলেন ডেল ডিউইস (৬১) ও জয়স ডিউইস (৫৯)। তাঁরা দুজনই জিল্যান্ড টাউনশিপ এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, টেকঅফের একটু পরেই বেয়ারলি আরভি৯এ মডেলের উড়োজাহাজটি রানওয়ের উত্তর-পূর্বে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ও ফেডারেল অ্যাভিয়েশন দুর্ঘটনার কারণ তদন্ত করছে।