ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলের ভালোবাসা দিবস উদ্যাপন

ভালোবাসা দিবসের কেক কাটছে বর্ণমালা স্কুলের শিক্ষার্থীরা
ভালোবাসা দিবসের কেক কাটছে বর্ণমালা স্কুলের শিক্ষার্থীরা

প্রতি বছরের মতো এবারও বর্ণমালা স্কুলের আয়োজনে হয়ে গেল বিশ্ব ভালোবাসা দিবস ২০২০। গত ছয় বছর ধরে বর্ণমালা স্কুলের শিশুরা বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপন করে আসছে।
বড়দের পাশাপাশি ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ বর্ণমালা স্কুলের অভিভাবকদের সার্বিক সহযোগিতায়-বাংলাদেশ থেকে আগত শিশু কিংবা আমেরিকান দ্বিতীয় প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একাত্মতাবোধ জাগায়। যা স্কুলের কোমলমতি শিশুদের সাংস্কৃতিক পরিবেশনায় হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা তাদের বাবা-মাকে ফুল দিয়ে বরণ করে নেয়। বর্ণমালা স্কুলের প্রেসিডেন্ট
নাজনীন আখতার অতিথি ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন।
স্কুলের সাংস্কৃতিক পরিচালক স্বর্ণালী ও অভিভাবক দোলার উপস্থাপনায় দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। কবিতা আবৃত্তি, গান ও নৃত্য নিয়ে আসে দিশা, সামিরা, নাবীও, নিঝুম, ইনারা, ফ্লোরা ও এমেলি।
স্কুলের গানের শিক্ষক রিচার্ড সরকার ও জুয়েল বড়ুয়ার হারমোনিয়াম ও তবলায় বর্ণমালা ভালোবাসা দিবসের অনুষ্ঠানটি হয়ে উঠে আরও প্রাণবন্ত।
বর্ণমালা স্কুলের ছাত্র-ছাত্রীদের বর্ণমালা ভালোবাসা দিবসের কেক কাটার পর রাতের বাঙালিয়ানা খাবারের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।