ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য হলেন জুয়েল

মাহবুব জুয়েল
মাহবুব জুয়েল

নিউইয়র্ক নগরের ব্রঙ্কস বরো কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব জুয়েল। ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ ২১ সেপ্টেম্বর তাঁর এ নিয়োগের কথা জানিয়েছেন।

কমিউনিটি বোর্ড-৭ এর সদস্য হিসেবে নিয়োগ পাওয়া জুয়েল এলাকায় বসবাসরত জনসমাজের জন্য নগরের কমিউনিটি বোর্ডে অবদান রাখার সুযোগ পাবেন।

মাহবুব জুয়েলের দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। দুই বছরের জন্য কমিউনিটি বোর্ডে নিয়োগ পাওয়া জুয়েল নিউইয়র্ক সিটির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বোর্ডের সদস্য হিসেবে নগরের ভূমি ব্যবহার, বরাদ্দ এবং নগর পরিষেবা প্রদান, সিনিয়র সিটিজেনদের সহায়তা, পরিবেশ সুরক্ষা, কনজ্যুমার অ্যাফেয়ার্স, শিক্ষা, এলাকার স্বাস্থ্য ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্য তিনি সুযোগ পাবেন।

মাহবুব জুয়েল কমিউনিটি বোর্ডে নিয়োগ পাওয়ায় ব্রঙ্কসের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তাঁরা বলেছেন, বাংলাদেশ থেকে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে মাহবুব জুয়েল নিজের পেশাগত সাফল্যের বাইরেও একজন সমাজসেবী হিসেবে নিজেকে সব সময় সক্রিয় রেখেছেন। কোভিড-১৯ মহামারির সময় তিনি অন্যদের সঙ্গে যুক্ত থেকে নগরের লোকজনকে নানা সেবা প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।