পবিত্র ঈদুল আজহার আগের দিন ১০ আগস্ট সন্ধ্যায় জমজমাট মেহেদি মেলা অনুষ্ঠিত হয় ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায়। জমজমাট এ ঈদ মেলা চলে গভীর রাত পর্যন্ত। মেহেদি উৎসবের পাশাপাশি কাপড়, গয়না ও খাবারের স্টলও ছিল উল্লেখ করার মতো। বেচা-বিক্রিও হয়েছে দারুণ। এলাকাজুড়ে ঈদ আনন্দে মেতেছিলেন প্রবাসীরা।
স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউর তানিয়া বিউটি সেলুন ও এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে মেহেদি মেলা অনুষ্ঠিত হয়। তানিয়া বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল, হৃদয়ে বাংলাদেশ ও ফাল্গুনী ফুড ক্যাটারিং এ মেলার আয়োজন করে। এশিয়ান মাল্টি সার্ভিস ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কণ্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ উৎসব সন্ধ্যা থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। সংগীত ও আবৃত্তি উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি বিশ্বজয়ী সাইক্লিস্ট সাইদুর রহমান লিংকন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্রঙ্কসের মেহেদি মেলা এখন মেহেদি উৎসবে সীমাবদ্ধ নেই। এখন এটি বহুমাত্রিক বাঙালি উৎসবে রূপ নিয়েছে। বর্ণিল এ মেলায় মেহেদিতে হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারি, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটাও। দিন দিন এ মেলায় লোক সমাগম বেড়েই চলেছে। তানিয়া বিউটি সেলুনের সামনে মেলা জমানোই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল চাঁদ রাতে ব্রঙ্কসবাসীর জন্য জাঁকজমকপূর্ণ উৎসব আমেজ সৃষ্টি করা। আজকে আমরা সফল। এই মেলায় এখন জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়া, জ্যামাইকা, নিউজার্সি, কানেকটিকাটের লোকজনও আসে।
এ মেলাকে ভিন্ন আমেজ দেয় ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফাল্গুনী তেহারি হাউসের মজাদার সব খাবার। প্রতিষ্ঠানটির কর্ণধার মাসুদ জানান, মেলায় আসা বিপুলসংখ্যক লোকজন দেশীয় মজাদার খাবারের স্বাদ নেন তৃপ্তি সহকারে।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংস্কৃতিক সম্পাদক মাকসুদা আহমেদ, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার, মাসুদ রানা প্রমুখ। ঈদের আগের রাতে নগরীর আরও বেশ কিছু স্থানে মেলা হয়েছে; হয়েছে মেহেদি উৎসব।
স্টার্লিং-বাংলাবাজার এলাকায় আল আকসা রেস্তোরাঁর সামনে মেহেদি মেলা
ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ এলাকায় আল আকসা রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদি মেলা। ১০ আগস্ট সন্ধ্যায় জমজমাট এ মেহেদি মেলার আয়োজন করে আল আকসা রেস্টুরেন্ট। আগে এ এলাকায় মেহেদি মেলার আয়োজন করতেন নারী নেত্রী মাকসুদা আহমদ। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ মেলায় যোগ দেন। উৎসবে শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের মানুষজনও যোগ দেন। মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারি, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদি উৎসবকে ভিন্ন মাত্রা দেয় আল আকসা রেস্টুরেন্টের মজাদার সব খাবার-দাবার।
আল আকসা রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভালো। তাদের মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন।
খলিল বিরিয়ানি হাউসের সামনে ঈদ মেলা
মেলা হয়েছে স্টার্লিং-বাংলাবাজার এলাকার ১৪৪৫ ওলমাস্টেড অ্যাভিনিউর খলিল বিরিয়ানি হাউসের সামনেও। ১০ আগস্ট অনুষ্ঠিত হয় এ মেহেদি মেলা। এ উৎসবকে জমজমাট করে তোলে খলিল বিরিয়ানি হাউসের ঐতিহ্যবাহী খাবারের বিপুল সমাহার।
খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী রন্ধনশিল্পী মো. খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং তাঁর মেয়ে সাকিয়া আফ্রিন শ্রাবণীর পরিচালনায় এ মেহেদি মেলা বিকেল থেকে শুরু হয়ে চলে প্রায় মধ্য রাত পর্যন্ত। মেহেদি উৎসবকে ভিন্ন আমেজ দেয় খলিল বিরিয়ানি হাউসের মজাদার স্বাদের বাহারী সব খাবার-দাবার।
মো. খলিলুর রহমান জানান, মেলা উপলক্ষে তাঁদের খাবারের পরিচিতি আরও বেড়েছে। মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন। বেচা-বিক্রি হয়েছে ভালো। সবাইকে ঈদ শুভেচ্ছা জানান পেশাদার এ শেফ।