বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। কলেজের বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ২৫ আগস্ট নিউইয়র্কের রাজধানী আলবেনি ও দর্শনীয় পর্যটন স্থান লেক জর্জে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
আলবেনির বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে লেক জর্জে নৌবিহারে অংশ নেন কলেজের অ্যালামনাইরা।
সকাল ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে একটি বিলাসবহুল বাসে চড়ে অভিযাত্রী দলটির যাত্রা শুরুর পরপরই সকালের নাশতা পরিবেশন করা হয়। এরপর আলবেনির ঐতিহাসিক স্থান ভ্রমণ শেষে লেক জর্জ যাওয়ার পথে ক্লিফটন পার্কে একটি বাংলাদেশি এশিয়ান রেস্টুরেন্টে দুপুরের খাবার বিরতি দেয়।
শিক্ষা সফরে প্রথমবারের মতো অংশ নিয়ে কলেজের সাবেক ছাত্র ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আমার প্রবাস জীবনে এ রকম সুপরিকল্পিত, রুচিশীল ও আনন্দঘন অনুষ্ঠান কোনো দিন দেখিনি। আমি আর কোনো দিন এমন আয়োজন মিস করতে চাই না। কলেজের সাবেক শিক্ষার্থীদেরও মিস না করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
সফর শেষে নিউইয়র্ক ফেরার পথে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র ও ব্যক্তিগত পারফরমেন্স। এতে ছিল—গান, কবিতা, আবৃত্তি, কৌতুক, অভিনয় ইত্যাদি। চলন্ত বাসের মধ্যেই বিভিন্ন জন তাঁদের বক্তব্যে কলেজজীবনের স্মৃতিকথা এবং শিক্ষা সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।
সংগঠনের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ও আয়োজক কমিটির সদস্যসচিব শিমুল হাসান।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—হবিগঞ্জ সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও কলেজের সাবেক ছাত্র আবদুল গাফ্ফার আহমেদ, সাংবাদিক ও কলেজের সাবেক ছাত্র মুজাহিদ আনসারি, ইবরাহিম খলিল বার ভূঁইয়া রিজু, মো. ফরিদ উদ্দীন, মোহাম্মদ নাজিম উদ্দীন, আবদুর রহমান, মো. আলমগীর মিয়া, আবিদুর রহমান, জায়েদুল মোহিত খান, মিয়া মোহাম্মদ আছকির, সুভাষ দেব রায়, মো. কামাল, মো. গাফফার চৌধুরী, মাহমুদ চৌধুরী, বিষ্ণুপদ সরকার, সৈয়দ আরিফুর রহমান মাসুম, ফয়সল আহমেদ, শরিফুল ইসলাম নাসের, সুকান্ত দাস হরে, মো. আবুল কালাম, সৈয়দ সাদ উদ্দিন, শুভ খান, নোমান আনসারী, সোহাগ প্রমুখ।