জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভের সময় ম্যানহাটনের কয়েকটি স্টোর থেকে প্রায় ১৫ লাখ ডলারের মালামাল লুট করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ ৪ জুলাই এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে।
ওই ভিডিও চিত্রে দেখা যায়, গত ৩১ মে রাতে ম্যানহাটনের উশটার স্ট্রিটের একটি দোকান থেকে মালামাল লুট করা হচ্ছে। লুটপাটকারী দলে পুরুষের পাশাপাশি নারীরাও ছিল। তাঁরা ওই দোকানের জানালা ইট দিয়ে ভেঙে ফেলেন। এরপর দোকানে ঢুকে মালামাল নিয়ে যান।
গত মে মাসের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহের কয়েক দিন, বিক্ষোভ সমাবেশের ভিড়ে ম্যানহাটনে ব্যাপক লুটপাট হয়। পুলিশ এখন ভিডিও চিত্র দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।
গত ২৫ মে মেনিয়াপোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হন। এর প্রতিবাদে আমেরিকায় নাগরিক আন্দোলন ছড়িয়ে পড়ে। লোকজন আমেরিকার সর্বত্র পুলিশের বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। পুলিশ সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। বিক্ষোভ সমাবেশের ফাঁকে অপরাধী চক্রও সক্রিয় হয়ে লুটপাট চালায়।