>• জুন থেকে শারীরিক প্রতিবন্ধী শিশুর আদলে পুতুল আসছে
• শিশু ও প্রতিবন্ধী অধিকারকর্মীদের প্রশংসা কুড়াচ্ছে ম্যাটেল
খেলনা পুতুলের দুনিয়ায় যুক্তরাষ্ট্রের বার্বি পুতুলের খ্যাতি বিশ্বজোড়া। ম্যাটেল কোম্পানি এসব পুতুলের প্রস্তুতকারক। হাল ফ্যাশনের পুতুল দিয়ে বাজিমাত করতে তাদের জুড়ি নেই। এবার অভিনব এক পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের জুন থেকে তারা শারীরিক প্রতিবন্ধী শিশুর আদলে পুতুল আনতে যাচ্ছে বাজারে। প্রথমে হুইলচেয়ারে বসা ও কৃত্রিম হাত-পাওয়ালা শিশুর আদলে দুটি পুতুল ছাড়া হবে বাজারে। শিশু ও প্রতিবন্ধী অধিকারকর্মীদের প্রশংসা কুড়াচ্ছে ম্যাটেলের এই উদ্যোগ।
এক বিবৃতিতে ম্যাটেল বলেছে, ‘ব্র্যান্ড হিসেবে আমাদের অনেক কিছু করার আছে। শারীরিক প্রতিবন্ধীদের আমাদের ফ্যাশন পুতুলের দুনিয়ায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা তাদের ব্যাপারে সমাজে আলোচনা বাড়াতে পারি। সৌন্দর্য ও ফ্যাশন সম্পর্কে ধারণার বহুমাত্রিক রূপ তুলে ধরবে আমাদের নতুন এই প্রচেষ্টা।’
নতুন পুতুলগুলো তৈরিতে জর্ডান রিভস (১৩) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর সঙ্গে যৌথভাবে কাজ করছে ম্যাটেল। জর্ডানের জন্মের সময় থেকেই কনুই থেকে হাতের সামনের অংশ নেই। এ ছাড়া ইউসিএলএ ম্যাটেল শিশু হাসপাতাল ও হুইলচেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। বার্বির ভক্তদের মধ্যে হুইলচেয়ার ব্যবহারকারী শিশুর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিবন্ধী অধিকার নেটওয়ার্কের নির্বাহী পরিচালক কার্ট ডেকার বলেন, ম্যাটেলের এই উদ্যোগ সমাজে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। সবাই জানবে, প্রতিবন্ধী শিশুরাও আকর্ষণীয় হতে পারে। অন্য শিশুরা এখন থেকে তাদের নিয়ে খেলতে চাইবে। ডেকার আশা প্রকাশ করে বলেন, এর ফলে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে।
অধিকার সংগঠন রেসপেক্ট–অ্যাবিলিটির প্রেসিডেন্ট জেনিফার লাজলো মিজরাহি বলেন, ‘বিশ্বে ১০০ কোটি মানুষের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা নিজেদের সংস্কৃতি, খেলনা, পণ্য ও চারপাশের সবকিছুতেই তাদের অংশগ্রহণ দেখতে চাই।’ ম্যাটেল ২০১৭ সালে প্রথম হিজাব পরা বার্বি পুতুল বাজারে আনে।