ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন বিশটিরও অধিক মিথ্যা অথবা অংশত মিথ্যা কথা বলেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের ‘ফ্যাক্ট চেকারের’ হিসাব অনুসারে ক্ষমতা গ্রহণের পর প্রথম ৬০১ দিনে ট্রাম্প মোট ৯ হাজার ৪৫১টি মিথ্যা ও অর্ধ সত্য বলেছেন। তবে গতকাল বুধবার ওভাল অফিসে ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গকে পাশে বসিয়ে যে মিথ্যা বললেন, তাতে অনেকের চোখ কপালে উঠেছে।
স্টলটেনবার্গের দিকে তাকিয়ে ট্রাম্প জানালেন তাঁর বাবা ফ্রেড ট্রাম্প জার্মানিতে জন্মগ্রহণ করেন। ট্রাম্প বলেন, ‘আমার বাবা জার্মান। জার্মানির এক চমৎকার স্থানে তাঁর জন্ম।’
সমস্যা হলো, ট্রাম্পের বাবা জার্মান ঠিকই, কিন্তু জন্মেছেন নিউইয়র্কের ব্রঙ্কসে। এর আগেও এই দাবিটি করেছেন ট্রাম্প। তবে ওভাল অফিসে বসে এই প্রথম এমন নতুন তথ্য দিলেন ট্রাম্প। অথচ নিজের বই ‘দ্য আর্ট অব দ্য ডিল’ গ্রন্থে লিখেছেন তাঁর বাবা নিউ জার্সিতে জন্মেছেন। সে কথাও মিথ্যা। স্মোকিং গান নামের এক ওয়েবসাইট ফ্রেড ট্রাম্পের জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট ছেপে দিয়েছে। তাতে শিশুর ঠিকানা পরিষ্কার লেখা ব্রঙ্কস।