বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর নাম বিক্রি করে নিউইয়র্কে শো টাইম মিউজিক নামের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যবস করেছে বলে অভিযোগ উঠেছে। নিউইয়র্কের কুইন্স প্যালেসে ৯ নভেম্বর সন্ধ্যায় ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে আলোচনা ও সংগীতানুষ্ঠানের এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে যাঁরা এই শিল্পীকে নিয়ে আলোচনা করেছেন, তাঁদের কারওরই সংগীতের সঙ্গে সংস্পর্শ নেই। আলোচকেরা রাজনীতি ও ব্যবসার সঙ্গে জড়িত। আর সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা যাঁরা মূলত ফোক আঙ্গিকের গান করেন। আইয়ুব বাচ্চুর নামে অনুষ্ঠান শুনে এতে স্পনসর করেছেন নিউইয়র্কের অন্তত ২৪টি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রবেশ ফি ছাড়া এই অনুষ্ঠানে আয়োজকসহ মোট দর্শক ছিলেন আনুমানিক ৬০-৬৫ জন।
বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক কমিউনিটি অ্যাকটিভিস্ট এনাম অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আইয়ুব বাচ্চুর অনুষ্ঠান শুনে আমি অসুস্থ শরীরে গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে, তাঁর সম্পর্কে আলোচনা শুনতে। গিয়ে দেখি স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা তাঁকে নিয়ে ‘উনি খুব ভালো লোক ছিলেন’ ধরনের আলোচনা করছেন। আইয়ুব বাচ্চুর সঙ্গে সম্পর্কিত বা গানের জগতের কোনো ব্যক্তিত্ব এখানে আলোচনা করলে খুব মানানসই হতো। যেনতেন আলোচনা ও গানের অনুষ্ঠান করে আয়োজকেরা এই শিল্পীকে ছোট করেছেন বলে আমি মনে করি।’
তাসলিমা খানম ও তাঁর ২৪ বছরের মেয়ে শান্তি খানম—দুজনেই আইয়ুব বাচ্চুর ভক্ত। তাসলিমা ক্ষোভের সঙ্গে বলেন, ‘আইয়ুব বাচ্চুর নাম বিক্রি করে যারা এসব ধান্দাবাজি করছেন, তাদের ধিক্কার জানাই। আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পর দুদিন আমার মেয়ে শান্তি কিছুই মুখে দেয়নি। যারা আমাদের মতো হাজারো ভক্তের আবেগকে নিয়ে ব্যবসা করে, তাদের নিন্দা জানানোর ভাষা নেই। কোনো দিন জীবনে মঞ্চে গান গায়নি, আঞ্চলিক উচ্চারণে এমন মানুষও এখানে গান গেয়েছে। অসহ্য। ফোক শিল্পী কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, রুকসানা মির্জা গান করেছেন। একই সঙ্গে এমন অনেক শিল্পী গান করেছেন, যাদের চিনিও না।
অনুষ্ঠানের স্পনসরদের একজন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) একাংশের সভাপতি শাহ নেওয়াজ অবশ্য বলছেন, ‘দেশি সংস্কৃতির বিকাশের জন্য নানান অনুষ্ঠানে আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি। অনুষ্ঠানটি আইয়ুব বাচ্চুর মানের হয়নি কথা সত্য। অনুষ্ঠানে দর্শক কম হয়েছে, আলোচকেরা বাচ্চু সম্পর্কে তেমন কিছু জানেন না, যারা গান গেয়েছেন তারা কেউ ব্যান্ডের শিল্পী না। সব ঠিক আছে। তারপরেও তো শো টাইম মিউজিক আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর আয়োজনটি করেছে, তাই আমি তাদের স্পনসর করেছি।’
অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম অনুষ্ঠানের আগের দিন রাতে বলেন, ‘অনুষ্ঠানে আলোচক কারা, শিল্পীরা—আমি এ বিষয়ে তেমন কিছু জানি না। জানেন বকুল, আমি তাঁর সঙ্গে আছি মাত্র।’ অনুষ্ঠানের দিন দেখা গেছে আলমগীর খানই প্রধান আয়োজক এবং সবই তাঁর তত্ত্বাবধানে হচ্ছে। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী ছিলেন। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারবাদক ও শিল্পী বাচ্চু ছিলেন বাংলাদেশের ব্যান্ডসংগীত জগতের কিংবদন্তি শিল্পী। তিনি তার ভক্ত–শ্রোতাদের কাছে ‘এবি’ নামে পরিচিত ছিলেন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান, শাস্ত্রীয় সংগীত এবং লোকগীতি ঘরানায়ও তিনি কাজ করেছেন। তিনি গত ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।