আমেরিকায় বন্দুক হামলা এক নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিছু অসহায় নিরপরাধ মানুষ কোনো কারণ ছাড়াই কিছু উন্মাদের গুলিতে প্রাণ হারাচ্ছে হামেশাই। মোটাদাগে ‘মাস শুটিং’ নামে পরিচিত এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধু এ বছরই আমেরিকায় ২৫০টির বেশি গুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের ওয়ালমার্ট ও এর আশপাশের শপিং মলে হওয়া বন্দুক হামলায় প্রাণ হারায় ২০ জন নিরীহ মানুষ। আহত হয় ২৬ জন। এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানাতে এবং এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ৪ আগস্ট চলমান মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন মাঠে উপস্থিত সবাই। এর আগে শান্তির সপক্ষে ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে খেলোয়াড়রা মাঠে উপস্থিত হন।
নিষ্ঠুর এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি গভীর সমবেদনা জানাতে সংহতি ব্যাজ পরে খেলতে নামেন উভয় দলের খেলোয়াড়েরা। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া ছয়টি দল নিয়ে মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেটের যে টুর্নামেন্ট চলছে, তারই দুটি দল ‘মিশিগান অ্যাভেঞ্জার’ ও ‘ওকল্যান্ড গোল্ড’স’—এর একটি খেলা ছিল ওই দিন।
মিশিগান অ্যাভেঞ্জারের অধিনায়ক গোলাম মাইনুদ্দিন তানভীর ও ওকল্যান্ড গোল্ড’সের অধিনায়ক রাহাত খানের সম্মিলিত উদ্যোগে দু দলের খেলোয়াড়, আম্পায়ার ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান। আমেরিকার মূলধারার চেতনার সঙ্গে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে মহতী এ উদ্যোগ সম্পর্কে মিশিগান অ্যাভেঞ্জারের দলের অধিনায়ক গোলাম মাইনুদ্দিন তানভীর বলেন, ‘এমন ন্যক্কারজনক ও নিষ্ঠুর এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমাদের গভীর সমবেদনা জানাতে এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্য বন্দুকের লাইসেন্স দেওয়ার ব্যাপারে কঠোর নীতি অনুসরণে সবাইকে সোচ্চার করতেই আমাদের এ উদ্যোগ।’
ওকল্যান্ড গোল্ড’সের অধিনায়ক ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (বিএডিসি) জেনারেল সেক্রেটারি রাহাত খান বলেন, ‘আমেরিকার প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এখন সময় এসেছে বন্দুক আইন বদলের।’
ট্রয় সিটির ট্রয় কমিউনিটি সেন্টার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেট শাখার প্রথম সেমিফাইনালে মিশিগান অ্যাভেঞ্জারের ৩৪ রানে ওকল্যান্ড গোল্ড’সকে হারিয়ে ফাইনালে উঠেছে। তারা ফাইনালে মুখোমুখি হবে মিশিগান টাইটানের। মিশিগান অ্যাভেঞ্জারের হয়ে খেলায় অংশগ্রহণ করে আবির হাসান, আসিফ রাইয়ান, এহতেশাম রাব্বি, গোলাম মাইনুদ্দিন তানভীর, হাসেম মোহাম্মদ, এম ইশতিয়াকুর খান, মো. মেহেদী হাসান, নির্ঝর দাস শর্মা, রাফাত রাফি, সফিউল বশির, সাঈফ ইকবাল, আলরাজি সনেট, তাহহান সাদাফ, তৌকির ইসলাম ও তৌফিক তোফায়েল। অন্যদিকে অকল্যান্ড গোল্ড’সের হয়ে খেলতে নামেন আব্দুল্লাহ আল মামুন, আবিদ রহমান, আহমেদ ইমতিয়াজ, আরিফ মেহেদী তূর্য, আসিফ সালাউদ্দিন, হোসাইন আলী, মো. তারিক খান, মোহাম্মদ মইনুল হোসাইন, ওমর আল মারুফ, রাহাত খান, শাহেদ পারভেজ ও শাহরিয়ার আহমেদ।