পুলিশ কমিউনিটি অ্যাফেয়ার্সের সঙ্গে কমিউনিটি নেতাদের সাক্ষাৎ

৪৩ পুলিশ প্রিসিঙ্কট কমিউনিটি অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
৪৩ পুলিশ প্রিসিঙ্কট কমিউনিটি অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।

নিউইয়র্কের ব্রঙ্কসে ৪৩ পুলিশ প্রিসিঙ্কট কমিউনিটি অ্যাফেয়ার্সের সঙ্গে বাংলাদেশি কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০ জুলাই দুপুরে ৪৩ পুলিশ প্রিসিঙ্কটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতের সময় ৪৩ পুলিশ প্রিসিঙ্কটের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট কর্মকর্তা ক্রজ প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা ক্লাব ইউএসএর সহসভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, খলিল বিরিয়ানি হাউসের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান, রংধনু সোসাইটির সভাপতি মোহতাসিম বিল্লাহ তুষার, সুন্দরবন গ্রোসারির সিইও স্বপন তালুকদার প্রমুখ।
প্রতিনিধি দলের পক্ষ থেকে ৪৩ পুলিশ প্রিসিঙ্কটের সদস্যদের দুপুরের সৌজন্য খাবার দেওয়া হয়। সংগঠনগুলোর মধ্যে ছিল ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলা ক্লাব ইউএসএ, রংধনু সোসাইটি ও খলিল বিরিয়ানি হাউস।