যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী গোলাগুলির বিষয়টি জানায়। ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি কম্পিউটারে কাজ করছিলেন। তখন গুলির শব্দ শুনতে পান এবং জানালা খুলে দেখতে পান তিনজন আহত হয়ে মাটিতে পড়ে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী জানান, তারপর তিনি সেই বন্দুকধারীকে দেখতে পান। তাঁর পরনে নাবিকের পোশাক ছিল। তিনি নিজের মাথায় গুলি করেন।
হাওয়াই নিউজ নাও জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক লোক রয়েছে।
মার্কিন এই ঘাঁটিতে নৌবাহিনী ও বিমানবাহিনী দুটোই আছে।
জাপানের পার্ল হারবারে হামলার ৭৮তম বার্ষিকীর মাত্র ৩ দিন আগে এ ঘটনা ঘটল।