নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ ইন্ক-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মসজিদের সাবেক নির্বাচন কমিশনার ও ট্রাস্টি আবু বকর চৌধুরী।
২৭ আগস্ট সন্ধ্যায় পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির যৌথ সভায় আবু বকর চৌধুরীকে বোর্ড চেয়ারম্যান নির্বাচিত করা হয়। মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়ার পরিচালনায় যৌথ সভায় ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া বলেন, গত বছরের ১৮ নভেম্বর অনুষ্ঠিত মসজিদের সাধারণ সভায় তিন বছরের জন্য ট্রাস্টি বোর্ড নির্বাচিত হয়। ৭ সদস্যের ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন আবু বকর চৌধুরী, মো. ইয়াহিয়া মেন্দী, শাহরিয়ার কবির চৌধুরী, আবদুল হাসিম হাসনু, কায়সারুজ্জামান কয়েস, সিরাজ উদ্দিন আহমদ ও এম ডি আলাউদ্দিন আহমেদ। মসজিদের গঠনতন্ত্র মোতাবেক ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্য থেকে আবু বকর চৌধুরীকে বোর্ড চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নির্বাচনের পর সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মসজিদের নব নির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরী তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ জন্য তিনি কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড সদস্যসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এদিকে, মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আম্বিয়া মিয়া এক বিবৃতিতে নব নির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবু বকর চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।