বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী, নাট্য অভিনেত্রী ও নৃত্য পরিচালক লায়লা হাসান আমেরিকার মেট্রো ওয়াশিংটন অঞ্চলের জনপ্রিয় নাচের স্কুল সৃষ্টি নৃত্যাঙ্গন পরিদর্শন করেছেন। ১৩ অক্টোবর তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে লায়লা হাসান সৃষ্টি নৃত্যাঙ্গনের শিক্ষার্থীদের সঙ্গে নেচে গেয়ে মতবিনিময় করেন। এ সময় সৃষ্টি নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী রোজ মেরী মিতু রিবেরু উপস্থিত ছিলেন।
সৃষ্টি নৃত্যাঙ্গনের কর্মকাণ্ডে খুশি হয়ে লায়লা হাসান বলেন, ‘প্রবাসের কঠিন বাস্তবতায় থেকেও শিশুসহ যারা নাচ শিখছে, তারা এক রকম অসাধ্যসাধন করছে। এর মূলে যে শিক্ষক ও অভিভাবকেরা রয়েছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। প্রবাসের কঠিন বাস্তবতার মধ্যেও বাংলা সংস্কৃতি চর্চার এ প্রয়াস দেখে আমি সত্যিই অভিভূত। ভালোবেসে নাচের চর্চার এ প্রয়াস দেখে আমি সত্যিই অভিভূত।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালোবেসে নাচের চর্চা করতে হবে। নাচের প্রতি গভীর টান থাকতে হবে। এ নাচের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি পৃথিবীময় ছড়িয়ে পড়বে।’
সৃষ্টি নৃত্যাঙ্গনের নৃত্য পরিচালক এবং স্বপ্নদ্রষ্টা রোজ মেরী মিতু রিবেরু উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমাদের নৃত্যগুরু লায়লা হাসানকে পেয়ে আজ আমরা সত্যিই আনন্দিত। তাঁর উপস্থিতি আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা। বাংলার নিজস্ব সম্পদ লোক নৃত্য পৃথিবীজুড়ে ছড়িয়ে দেওয়া আমাদের স্বপ্ন। সৃষ্টির শিক্ষার্থীদের মধ্যে এ লোকনৃত্য চর্চার শুদ্ধ বীজ বপন করে যেতে চাই।’