নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নগরীর সব বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। ৮ জানুয়ারি দেওয়া এ ঘোষণায় মেয়র বলেছেন, নিউইয়র্ক নগরীর সব বাসিন্দার (বৈধ ও অবৈধ) স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ জন্য বছরে ১০ কোটি ডলারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন ‘এনওয়ইসি কেয়ার’ প্রকল্পের আওতায় শহরের স্বাস্থ্যবিমা ছাড়া আনুমানিক ছয় লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
ঘোষণায় মেয়র ডি ব্লাজিও বলেন, ‘আমি বিশ্বাস করি “এনওয়ইসি কেয়ার” না থাকার কারণে বেশির ভাগ নগরবাসী স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন। “এনওয়াইসি কেয়ার”-এর উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্কের সব বাসিন্দাকে পিসিপি (প্রাথমিক চিকিৎসা) ব্যবস্থাপত্র ও ওষুধসহ বিশেষ সেবার আওতায় নিয়ে আসা। নিউইয়র্কে বসবাসকারী সব মানুষকে এই সেবার নিশ্চয়তা দেওয়া হবে।’
পরিকল্পনাটির মূল উদ্দেশ্য হলো নগরীর অন্য চলমান স্বাস্থ্যবিমা মেট্রোপ্লাসকে শক্তিশালী করা। একই সঙ্গে অনিবন্ধিত অভিবাসীদের স্বাস্থ্যবিমা সেবার নিশ্চয়তা দেওয়া। মেট্রোপ্লাস বর্তমানে পাঁচ লাখের মতো নিম্ন আয়ের নিউইয়র্কবাসীকে স্বাস্থ্যবিমা সেবা দিচ্ছে। নতুন কর্মসূচির মাধ্যমে সব নিউইয়র্কার সরাসরি ‘এনওয়াইসি কেয়ার’-এর আওতায় হাসপাতাল, চিকিৎসক, ফার্মেসি ও মানসিক স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সেবা পাবেন।
মেয়র ব্লাজিওর মতে, ‘স্বাস্থ্যসেবা একটি অধিকার। এটি শুধু সামর্থ্যবান মানুষদের জন্য একটি বিশেষাধিকার নয়। আমেরিকার সরকার সব সময় আমেরিকানদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে আসছে। বিশেষত নিউইয়র্ক নগর প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবার গুণমান ধরে রেখেছে। অভিবাসন স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে সবাইকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার দিচ্ছে।’