যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি স্কুলে স্থানীয় সময় গতকাল বুধবার এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপির।
এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ক্যাটরিনা থম্পসন বলেন, উইনস্টন-সালেমের মাউন্ট টাবর হাইস্কুলে পুলিশ পাঠানো হয়েছে।
থম্পসন বলেন, পুলিশ গুলিবিদ্ধ এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা গেছে।
করোনা মহামারির কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর স্কুলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রে প্রায়ই স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো নর্থ ক্যারোলাইনার স্কুলে এমন গুলির ঘটনা ঘটল।
ফ্লোরিডার পার্কল্যান্ডে ২০১৮ সালে গুলিতে ১৭ শিক্ষার্থী নিহত হয়। সন্দেহভাজন ওই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।