অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল অনেকের কাছেই ঝক্কি। এমন কল ধরতে আপত্তি অনেকের। তবে এই আপত্তিই অনেক সময় ঘটাতে পারে বিপত্তি, যেমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে লেক কাউন্টি এলাকায়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ১৮ অক্টোবর এলবার্ট পর্বত আরোহণে বের হন এক ব্যক্তি। সেদিন সকাল নয়টায় যাত্রা শুরু করেন তিনি। ফেরার কথা ছিল রাত আটটার দিকে। তবে নির্ধারিত সময়ে তিনি না ফেরায় দেখা দেয় নানা আশঙ্কা। ধরে নেওয়া হয়, তিনি নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে তাঁকে উদ্ধারে মাঠে নামেন উদ্ধারকারী দলের সদস্যরা। সম্ভাব্য সব স্থানেই খোঁজ নেওয়া হয়।
একপর্যায়ে নিখোঁজ ব্যক্তির মুঠোফোনে কল করেন উদ্ধারকারীরা। তবে অপর প্রান্ত থেকে কোনো সাড়া মেলেনি। শেষমেশ পরদিন সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধারকারীদের জানানো হয়, হারিয়ে যাওয়া ওই ব্যক্তি ফিরে এসেছেন।
ওই ব্যক্তি জানান, তাঁকে খোঁজ করতে যে উদ্ধারকারী দল নামানো হতে পারে—বিষয়টি তাঁর মাথাতেই আসেনি। আর ফোনকল না ধরার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কলগুলো অপরিচিত নম্বর থেকে ছিল, তাই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।
এ নিয়ে ফেসবুকে এক পোস্টে লেক কাউন্টির ওই উদ্ধারকারী দল জানায়, ‘আপনি যদি সময়ের মধ্যে ভ্রমণ শেষ করে ফিরতে না পারেন, আর অপরিচিত নম্বর থেকে বারবার ফোনকল আসতে থাকে, তাহলে দয়া করে কলের জবাব দেবেন। এমনটি হতে পারে—আপনি নিরাপদে আছেন কি না, তা জানতে হয়তো উদ্ধারকারী দল আপনাকে ফোন দিচ্ছে।’
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলবার্ট। এটির উচ্চতা ১৪ হাজার ৪৩৩ ফুট। পর্বতটিতে আহরণ করা তুলনামূলক সহজ হওয়ায় এখানে আরোহীদের ভিড় লেগেই থাকে।