ডা.ফেরদৌসের সমর্থনে জ্যাকসন হাইটসে সভা

‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’–এর ব্যানারে ডা. ফেরদৌস খন্দকারের সমর্থনে জ্যাকসন হাইটসে প্রতিবাদ সভা করেছে
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’–এর ব্যানারে ডা. ফেরদৌস খন্দকারের সমর্থনে জ্যাকসন হাইটসে প্রতিবাদ সভা করেছে

নিউইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের সমর্থনে জ্যাকসন হাইটসে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’–এর ব্যানারে একটি সংগঠন প্রতিবাদ সভা করেছে। ওই এলাকায় বসবাসকারী ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বাংলাদেশে অবস্থানরত ডা. ফেরদৌসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচারিত খবরকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করা হয়।
৭ জুন সোমবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে সংগঠনের সভাপতি শাকিল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলম নমি, সাবেক সভাপতি মীর নিজামুল হক, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান মনির, মানিক বাবু, আবুল কাশেম, তানভির শাহিন প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজি।
বক্তারা বলেন, ডা. ফেরদৌস খন্দকার যে উড়োজাহাজে করে বাংলাদেশে গেছেন, তাতে ২০০ যাত্রী ছিল। সবার কাছেই করোনা নেগেটিভ সনদ ছিল, তারও ছিল। কিন্তু তাঁকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কেন তা করা হলো, আমরা এ প্রশ্নের উত্তর জানতে চাই। তিনি মানুষের সেবা করতে ভালোবাসেন। সেই তাগিদ থেকেই তিনি ১০–১৫ হাজার ডলারের পিপিই, মাস্ক, হ্যান্ড সেনিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেশের ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের দেবেন বলে নিয়ে গিয়েছিলেন।
বক্তারা বলেন, সেসব জিনিসপত্র এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। এখন মহামারি চলছে। একটা বিশেষ সময় আমরা অতিবাহিত করছি। এটা তো হিংসা, বিদ্বেষ, ক্রোধ প্রকাশের সময় নয়। এটা সহমর্মী হওয়ার সময়। একজনের বিপদে অন্যজনের হাত বাড়িয়ে দেওয়ার সময়। যার কাছে যা আছে, তা নিয়ে মানুষের পাশে থাকার সময়। যদি আমরা ধরেও নিই ডা. ফেরদৌস খন্দকার একজন খারাপ মানুষ। এমন একটা আপত্কালীন সময়ে একজন খারাপ মানুষও যদি রাস্তায় দাঁড়িয়ে দান করে, অন্যের উপকার করে, তাহলে সেটাতো ভালো চোখে দেখা উচিত। তা না করে তাকে অমুকের ভাতিজা, তমুকের ভাগনে বানিয়ে আমেরিকাসহ বাংলাদেশে হেনস্তা করা হচ্ছে। আমরা এমন আচরণের প্রতিবাদ জানাই এবং সরকারের হস্তক্ষেপ কামনা করি। একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে তিনি যেন সরকারের কাছে ন্যায়বিচার পান। একই সঙ্গে এই ধরনের বিভ্রান্তিমূলক খবর প্রচারেরও আমরা নিন্দা জানাই।
এদিকে এক বিবৃতিতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আ স ম খালেদুর রহমান চিকিৎসক ফেরদৌস খন্দকারের সঙ্গে বৈরী আচরণের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।