দেশান্তরী পর্বে অর্ধ তুষারসম ভূখণ্ডে আবাস
দৃষ্টি গোচর হয়নি আষাঢ়ের ডালভাঙা কদমফুল
দু যুগের তৃষ্ণা অ্যারোমেটিক গন্ধে বিভোর ভরা বর্ষায়
বৃষ্টি ভেজা স্মৃতিগুলো ভেসে বেড়ায় কদমফুলের সুঘ্রাণ।
বৃষ্টি ভেজা আষাঢ়ের স্কুলফেরত কর্দমাক্ত কলাপাতার
বিকল্প ছাতায় ডালভাঙা পাতাসমেত কদমফুলের আঁটি
মা’র বকুনি ভাইবোনের অকৃত্রিম বায়না দাও আরও দুটি
খুশির ঝিলিক উছলে পড়ে টাপুরটুপুর বৃষ্টিতে ছন্দহীন নৃত্য।
রংধনুর পড়ন্ত বিকেল আহ! কি দারুণ মিষ্টি আমেজ
বর্ষাকালের নয়া পানি; বউ পালানো কই মাছের পুকুর বদল
ঝরঝর বৃষ্টি সন্ধ্যা বেলা কামিনী ফুলের সৌরভ ভরা রাত্রি
আষাঢ়ে স্মৃতিপটে নাড়া দেয় কদম, বকুলের সুবাসিত সৌরভ
স্বাদ নিইনি অনেক দিন ডেউয়া, লটকন, পেয়ারা, জামরুলের
ব্যাঙ ডাকা গভীর রাতে টিনের চালে বৃষ্টির টুপুর টাপুর
এখানে নেই কদমের গন্ধ, আছে শুধু গোলাপের সমারোহ
জুঁই-কদমের মিশ্র গন্ধের আষাঢ়ের বৃষ্টি স্মৃতিপটে অমলিন।