দ্রুতগতিতে আসা একটি ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে গেছে বিএমডব্লিউ গাড়ি। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে বিএমডব্লিউর মর্মান্তিক পরিণতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুলিশ ওই দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গত বুধবার রেলগেট পার হয়ে বিএমডব্লিউ গাড়িটি লাইনের ওপরে উঠে পড়েছিল। আর সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে একটি ট্রেন এসে ধাক্কা দেয় গাড়িটিকে। ট্রেনের ধাক্কায় গুঁড়িয়ে যায় গাড়িটি। গাড়ির চালক কোনো রকমে বেঁচে গেছেন।
লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে তাঁরা সতর্ক করে বলেছেন, গাড়ি চালানোর সময়, বিশেষ করে ট্রেনলাইনের কাছাকাছি জায়গায় যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে হবে। আর তা না হলে প্রাণ সংশয় হওয়া অস্বাভাবিক নয়। ওই গাড়িটির চালক ভাগ্যক্রমে বেঁচে গেলেও সবার ক্ষেত্রে ভাগ্য সহায় নাও হতে পারে। চালককে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িচালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ক্ষেত্রে এই ঘটনা যথেষ্ট শিক্ষণীয়। গাড়িটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশের কমান্ডার মার্ক রেইনা। তবে ওই চালকের নাম প্রকাশ করা হয়নি।