মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকে গেলেন এ যাত্রা। অভিশংসনের গ্যাঁড়াকল থেকে মুক্তি পেয়ে বহাল তবিয়তেই রয়ে গেলেন দেশের রাষ্ট্রপ্রধানের আসনে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির জোরালো অভিযোগ আনা হয়। বিষয়টি অভিশংসনের দিকে মোড় নেয়। গতকাল বুধবার সিনেটের ভোটে নিষ্পত্তি ঘটে এর। অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকবেন কি থাকবেন না, গতকাল বৃহস্পতিবার সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটরদের ভোটে তাঁর ক্ষমতার আসন অটল থেকে যায়। ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫২টি, বিপক্ষে পড়ে ৪৮টি। কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগের ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩টি, বিপক্ষে পড়ে ৪৮টি। দুটি অভিযোগের ক্ষেত্রেই বেশি ভোট পেয়ে ট্রাম্প উতরে গেলেন অভিশংসনের ঝুঁকি।
নভেম্বরে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ালে ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, সিনেটে যাঁর অভিশংসন বিচার হয়েছে।