যুক্তরাষ্ট্রের টেক্সাসে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। স্কুল প্রাঙ্গণে পৌঁছানোর পরও বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল পুলিশ। এর জন্য ইউভালডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানকে দায়ী করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও স্বীকার করেছে ইউভালডে স্কুল পুলিশ বাহিনীর প্রধানই অন্য পুলিশ সদস্যদের স্কুলের ভেতরে ঢুকে অভিযান শুরুর নির্দেশ দিতে দেরি করেছিলেন। খবর সিএনএনের।
গত মঙ্গলবার টেক্সাসের সান আন্তোনিও শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার পশ্চিমে ইউভালডের ওই স্কুলে বন্দুকধারী হামলা চালায়। ওই ঘটনার পর এক ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ সেখানে অবস্থান করা আতঙ্কিত অভিভাবকদের সামলাতেই ব্যস্ত। অথচ বন্দুকধারী তখনো স্কুলের ভেতরে অবস্থান করছিলেন। পুলিশের এমন পদক্ষেপে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে। অভিভাবকেরা পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়ার তদন্ত দাবি করেন।
ওই হামলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন ইউভালডে স্কুল পুলিশের প্রধান। তাঁর নাম পেড্রো পেটে আরেডোন্ডো।
টেক্সাসের জননিরাপত্তা–বিষয়ক পরিচালক কর্নেল স্টিভেন ম্যাকক্র গত শুক্রবার সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ওই কর্মকর্তা দ্রুত বন্দুকধারীর বিরুদ্ধে অভিযান শুরুর জন্য পুলিশ সদস্যদের নির্দেশ না দিয়ে ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছিলেন। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম উল্লেখ করেননি ম্যাকক্র।
গোলাগুলির সময় আরেডোন্ডো ঘটনাস্থলে ছিলেন কি না, তা জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। তবে ম্যাকক্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ইউভালডের রব এলিমেন্টারি স্কুলে কী ঘটেছিল, তা নিয়ে পূর্ণাঙ্গ বিবরণ চান তিনি। তবে এ ঘটনায় স্থানীয় স্কুল পুলিশ প্রধানকে বরখাস্ত করা উচিত কি না, সে ব্যাপারে কিছু বলার নেই বলে উল্লেখ করেন অ্যাবট। তিনি বলেন, ‘যেহেতু এটি তাঁর চাকরিজীবনের বিষয়, সে ক্ষেত্রে তা নিয়ন্ত্রণের ক্ষমতা আমার নেই। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’
সব কর্মকর্তার প্রত্যেকটি কর্মকাণ্ড চিহ্নিত করে তা জনসম্মুখে প্রকাশ করার ওপর জোর দিয়েছেন অ্যাবট।
রব এলিমেন্টারি স্কুলে হামলার দিন দুটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলেও এ ব্যাপারে জনসমক্ষে কথা বলেননি আরেডোন্ডো।
শুক্রবার আরেডোন্ডোর প্রতিক্রিয়া জানতে তাঁর বাড়িতে যোগাযোগ করেছিল সিএনএন। তবে তাতে সাড়া পাওয়া যায়নি।
ইউভালডে স্কুল ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আরেডোন্ডোকে পুলিশ প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রব এলিমেন্টারি স্কুলে হামলার পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও আরেডোন্ডোকে পুলিশ প্রধান হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরেডোন্ডো বলেন, ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ড নিয়ে তিনি খুব কমই তথ্য দিতে পেরেছেন। তবে আরেডোন্ডো বলেন, এ ব্যাপারে ‘সক্রিয়ভাবে তদন্ত’ চলছে। সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের জবাব দিতেও অস্বীকৃতি জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা রয়েছে আরেডোন্ডোর। সম্প্রতি ইউভালডের নগর পরিষদের একটি আসনে নির্বাচিত হন তিনি। ২০২০ সালে স্কুল ডিস্ট্রিক্টের ট্রাস্টি বোর্ড আরেডোন্ডোকে বিভাগের প্রধান নির্বাচিত করেন।
গত মার্চে এক ফেসবুক পোস্টে আরেডোন্ডো বলেন, ‘বন্দুকধারীর হামলার’ ঘটনা মোকাবিলায় তাঁর বিভাগ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ–সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে প্রস্তুত করতে এ প্রশিক্ষণ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে টেক্সাসের লারেডোতে স্কুল ডিস্ট্রিক্ট পুলিশ বিভাগের অধিনায়ক হিসেবে কাজ করেছেন আরেডোন্ডো। ইউভালডে পুলিশ বিভাগেও বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।