টুর্নামেন্টে বিজয়ী সিলেট সিক্সার্স

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা

নিউইয়র্কে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার তরুণদের উদ্যোগে গঠিত বিয়ানীবাজার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউএসএ সম্প্রতি এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী ১৬ সেপ্টেম্বর ওজোন পার্কের ইন্ডিয়ান পার্কে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ৬৭ রানে বিজয়ী হয় সিলেট সিক্সার্স। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে এ কে এ নাইটরাইডার্স। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ইমরান টিপু। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিও তিনি।
ফাইনাল খেলা শেষে শুরু হয় অতিথিদের বক্তব্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম সাকিলের সাবলীল উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সংগঠক আনোয়ার হোসাইন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, ডিস্ট্রিক্ট ৩৭ অ্যাসেম্বেলিউইম্যান প্রার্থী মেরি জোবাইদা, কাউন্সিলম্যান প্রার্থী ফখরুল ইসলাম দেলোয়ার, কাউন্সিলম্যান প্রার্থী মিসবা আবেদীন, ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, ক্রীড়াবিদ মোস্তফিজুর রহমান বিনু, সমাজ সংগঠক সরওয়ার হোসেন ও হুসেন আহমেদ।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, টাইম টিভির সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি অ্যাকটিভিস্ট খায়রুল ইসলাম, জুনেদ আহমেদ, রিজওয়ান রিমন, ফয়সাল আলম, মাহমুদুল হাসান, শরীফ আহমদ, কামরুল ইসলাম ও আল মামুন শাওন প্রমুখ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি একটি সফল ইভেন্ট করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণেরও আহ্বান জানান।
উল্লেখ্য, সংগঠনটি মূলত দেশে অসহায় শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহন ও অভাবী মানুষের কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে।