জ্যামাইকা মেলা আগামী ১৫ সেপ্টেম্বর

প্রতি বছরের মতো এবারও জ্যামাইকা মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর সুসান বি. অ্যান্থনি স্কুলের খেলার মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলা বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত। মেলার মূল আকর্ষণ ‘ওপেন এয়ার লাইভ শো’।

সবার জন্য উন্মুক্ত জ্যামাইকা মেলার টাইটেল স্পনসর উৎসব ডটকম। মেলার গ্র্যান্ড স্পনসর হিসেবে থাকছে সিলেট মটরস। নিউইয়র্কে বাংলাদেশি জ্যামাইকাবাসীসহ প্রবাসীদের বিনোদন দিতে এবং বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি প্রবাসে তুলে ধরতে ২০০৪ সাল থেকে জ্যামাইকা মেলার আয়োজন করা হচ্ছে। এবার মেলার আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা ইন্‌ক।

মেলার মূল উদ্যোক্তা বাহালুল সৈয়দ উজ্জ্বল বলেন, জ্যামাইকা মেলা মানে সত্যিকারের বিনোদন। পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার এক মহা আয়োজন। এবারও তার ব্যতিক্রম হবে না। বরং আরও বাড়তি কিছু থাকবে। মেলা আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
বাহালুল সৈয়দ উজ্জ্বল আরও জানান, এবারের জ্যামাইকা মেলায় বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকারা আসছেন। তাঁদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রিজিয়া পারভীন, চন্দন চৌধুরী, কৃষ্ণা তিথি, রোকসানা মির্জা, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, লেমন চৌধুরী, কান্তা আবীর, নিলয়, মাহি, তিয়াসা, এষনা, পারভেজ, তুলি, সোনিয়া প্রমুখ। থাকবে জনপ্রিয় খুদে সংগীত ও নৃত্যশিল্পী আনিসার বিশেষ পরিবেশনা।

মেলায় আমেরিকার মূলধারার রাজনীতিক ও জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে মেলায় উপস্থিত থাকবেন। তাঁরা হলেন—কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, কংগ্রেসওমেন গ্রেস মেং, কংগ্রেসম্যান ইভাট ক্লার্ক, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টজ, নিউইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি ও জন ল্যু, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও এলিসিয়া হাইন্ডম্যান, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান ডেনিক মিলার, বেরি গর্ডনচিক ও ররি ল্যান্সম্যান।

বাহালুল সৈয়দ উজ্জ্বল বলেন, মেলায় থাকবে বাহারি রকমের স্টল। বাংলাদেশ ও আমেরিকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পণ্য থাকবে এসব স্টলে। পোশাক ছাড়াও থাকবে সুস্বাদু খাবারের সমারোহ। এবারের মেলার মূল পৃষ্ঠপোষক বোম্বে ট্রাভেল ও গ্রাফিকস ইন্‌ক। এ ছাড়া আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান মেলায় সহযোগিতা করছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, ইনফিনিটি মিডিয়া গ্রুপ, গ্লোবাল প্রসেস পয়েন্ট, সিলেট মটরস এবং অ্যাটর্নি পেরি ডি সিলভার, আলী খান রানা, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, অ্যাড অ্যান্ড টেক, খোকন রিয়েলটি ও স্টার কাবাব রেস্টুরেন্ট। মিডিয়া পার্টনার থাকছে এনটিভি ও জ্যামাইকা থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ।

এ ছাড়া মেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন—আবদুল বাসিত খান বুলবুল, সাইফুল্লাহ ভূঁইয়া, আহনাফ আলম, এম এ মজিদ আকন্দ, স্বীকৃতি বড়ুয়া, মো. মনসুর, হায়দার আলী দেলোয়ার, এনাম সাকুর, আবদুল আজাদ, সুলতান বুখারী, আবদুল্লাহ আল মামুন, শাহ ফারুক রহমান, মহিবুব আলম, মনিরুজ্জামান মনির, আলী খান রানা, মাহবুব মুন্না, জিবরুল বাবু, নজরুল ইসলাম মামুন, আবু তাহির আসাদ, মো. দস্তগীর, আবদুল কাদির লিপু, মাহবুবুল ফিরোজ, রজব আলী, সৈয়দ জহির টিপু, মকবুল পাটোয়ারী, আবুল কালাম আজাদ, মুহিদ, শাহ আলম, অজয় দাশ, বাদশা, মাসুদুর রহমান, মো. তুহিন, পানু, রেজাউল করিম রেজা, মনিরুল ইসলাম রনি, ওয়াকিল আহমেদ, রিফাত মাহিন প্রমুখ।

জ্যামাইকা মেলার উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—মোর্শেদ আলম, নাসির আলী খান পল, ওয়াজেদ এ খান, শরাফ সরকার, সউদ চৌধুরী, আবদুর রহমান, দিলীপ নাথ, ইসমাইল খান আনসারী, আবদুল লতিফ, জহিরুল ইসলাম, আবদুল আওয়াল সিদ্দিকী, কাজী কামাল, জাহিদুর রহমান খান, ফাহিম রেজা নূর, ওমর ফারুক খসরু, জাহিদুর রহমান খান কাঁকন, মোহাম্মদ সাবুল উদ্দিন, সৈয়দ মোস্তফা আল-আমীন, কামাল উদ্দিন ভূঁইয়া, সুলায়মান খান, ইলিয়াস খান ও শিবলী নোমানী।
জ্যামাইকা মেলায় এখনো স্টল বুকিং চলছে। স্টল বুকিং এবং মেলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য মেলার অন্যতম উদ্যোক্তা নাফিসা সৈয়দার ৯২৯-২৭৮-৬৪২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।