নজরুল একাডেমি অব ইউএসএ আয়োজিত ‘নজরুল মেলা’ ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পিএস ৬৯, ৭৭-০২ ৩৭ অ্যাভিনিউ জ্যাকসন হাইটসে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নজরুল মেলার উদ্বোধন করা হবে। মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলার মূল মঞ্চে থাকবে বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। সেমিনারে অংশগ্রহণ করবেন বিশিষ্ট নজরুল গবেষক। থাকবে নজরুল সংগীত, নজরুলের কবিতা থেকে আবৃত্তি, নিবেদিত পঙক্তিমালা, নাটক ও গীতিআলেখ্য। এতে অংশ নেবেন বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ। অন্য শিল্পী ও বাচিক শিল্পীদের সঙ্গে থাকবে একঝাঁক নতুন মুখ। এ ছাড়া থাকছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা আবৃত্তি প্রতিযোগিতা ও রিয়েলিটি শো (নজরুল সংগীত প্রতিযোগিতা।
নজরুল একাডেমির নিজস্ব পরিবেশনা ছাড়াও থাকছে শতদল, শিল্পাঙ্গন, বাফা ও শৌখিন শিল্পীগোষ্ঠীর বিশেষ পরিবেশনা। মেলায় শাড়ি, গয়না, হস্তশিল্প সামগ্রীর স্টল থাকবে। আরও থাকবে বইয়ের স্টল।
আমেরিকার বিভিন্ন স্টেটে বসবাসরত বাঙালি ও নজরুলপ্রেমীদের মেলায় অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন নজরুল একাডেমি অব ইউএসএর সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।