ফেডারেল কর্মচারী সেজে মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউইয়র্কের লং আইল্যান্ডের দুই ভাই কামিল জাফর (৫১) ও জামাল জাফর (৪৮) এবং কুইন্সের আরমাজানুল আসার (৬৮) নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। গত ২৬ আগস্ট তাঁদের গ্রেপ্তার করা হয়।
লং আইল্যান্ডের হান্টিংটনে বসবাসকারী দুই ভাই কামিল ও হামাল এবং কুইন্সের কলেজ পয়েন্টের বাসিন্দা আরমাজানুলের বিরুদ্ধে সেন্ট্রাল আইসলিপ ফেডারেল কোর্টে অভিযোগ দায়ের হয়েছে। ওয়্যার ফ্রডের ষড়যন্ত্র, অর্থপাচারের চক্রান্ত, জালিয়াতির মাধ্যমে হাজারো আমেরিকানকে ঠকানো ইত্যাদি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
ফেডারেল অ্যাটর্নি রিচার্ড ডানাহো বলেন, ‘এই তিন ব্যক্তিকে গত ২৬ আগস্ট গ্রেপ্তার করা হয়। তিনজনকে দ্রুতই আদালতে হাজির করা হবে। আন্তর্জাতিক জালিয়াতির ফন্দি এঁটে, ফেডারেল এজেন্ট সেজে নিরীহ মানুষদের তাঁরা ফোন দিতেন। গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ডলার হাতিয়ে নিতেন তাঁরা।’