নিজেদের জীবনকে তুচ্ছ করে বৈশ্বিক মহামারিকালে উদ্বিগ্ন ও আতঙ্কিত মানুষের পাশে যারা দাঁড়ায় তাঁরাই সত্যিকারের মানবিক গুণের মানুষ। এই মানবিক দৃষ্টান্তই রাখছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নেতৃবৃন্দ। ১৪ সেপ্টেম্বর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনা মূল্যে অ্যান্টিবডি টেস্ট এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি নেতৃবৃন্দ সংগঠনটির চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামী দিনের যেকোনো কর্মকাণ্ডে তাঁদের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত রাখবেন। এই মানবিক কার্যক্রমে বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। প্রাণঘাতী করোনাকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অসচ্ছল মানুষের জন্য বিনা মূল্যে কবরের জায়গা দান, চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক জালালাবাদবাসীর উপস্থিতিতে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি মইনুল হক চৌধুরী, আহবাব চৌধুরী,শফি উদ্দীন তালুকদার, মনজুর চৌধুরী, জুসেফ চৌধুরী, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, শরিফুল হক, নারীবিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, সদস্য হেলিম উদ্দীন।
অতিথি হিসেবে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, অ্যাটর্নি সোমা সাইদ, সিলেট সদর থানা সমিতির সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সমিতির সভাপতি নজরুল ইলাম, সাবেক উপদেষ্টা সৈদুর নূর মাওলানা সাইফুল আলম সিদ্দীকি, তোফায়েল আহম্মেদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী, শাহ নূর কোরেশি, সাবেক প্রচার সম্পাদক আবদুল করিম, রেজাউল আজাদ ভূঁইয়া, তৌফিকুল আম্বিয়া, আবুল কালাম, সাহেদ আহমদ প্রমুখ।
অ্যান্টিবডি টেস্ট স্পনসরের জন্য সংগঠনের সদস্য রোকন হাকিম ও মান্না মুনতাসিরকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং হোমকেয়ার ও হাকিম অ্যান্ড কোং প্রতিষ্ঠানের সাফল্য কামনা করা হয়।