যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার আয়োজিত জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির সামনে সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, গোলাম রাব্বানী, সিরাজ উদ্দিন আহমেদ, নুরে আলম, শ্যামল কান্তি, কাজী জাকির, আবদুর রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। সব শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক বঙ্গবন্ধুর ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সহায়তাও কামনা করেন তাঁরা।
উল্লেখ্য, নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে গত ১ আগস্ট মাসব্যাপী কর্মসূচির শুরু হয়।