২০১৯ সালের প্রথম ৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিউইয়র্ক নগরে সড়ক দুর্ঘটনায় রেকর্ডসংখ্যক ১৪ জন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সাইকেল আরোহীদের মৃত্যুর ঘটনা বৃদ্ধি নগরের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত ২৮ জুন নিউইয়র্কের ব্যস্ত সড়কে এক কিশোর গাড়ি চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে আর্নেস্ট আসকিউ নামের ব্রাউন্সভিলের অধিবাসী এক সাইকেল আরোহী প্রাণ হারান। কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এই দুর্ঘটনার আগের দিন চেলসিতে বসবাসকারী রবিন হাইটম্যান নামের ২০ বছরের কিশোর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায়।
নগরের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের মুখপাত্র বলেন, ২৮ জুনের দুর্ঘটনায় প্রাণ হারানো কিশোরকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৪ জনে। এই সংখ্যাকে তাঁরা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন।
ব্রুকলিনবাসী ২৯ বছর বয়সী তরুণ মোহাম্মদ আবদুল্লাহ নগরে সাইকেল দুর্ঘটনার ১৩ নম্বর নির্মম শিকার। ভিক্টর এ এন জি নামের ৭৪ বছর বয়সের এক সাইকেল আরোহী এপ্রিল মাসে সাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তৃপক্ষ এ বছর সাইকেল দুর্ঘটনায় নিহত সবার নাম প্রকাশ করেছে।
চলতি বছরে শুধু এপ্রিল মাসে দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহতের সংখ্যা ছিল মোট ১২ জন। যাঁদের নাম প্রকাশিত হয়েছে তারা হলেন—হুগো আলেক্সান্ডার, সিয়ান্তো গার্সিয়া, হেক্টর আয়েলা, ফার্নান্ডো তেরজো, সুসান মস, জোসেফ চিয়াম, অরিলা লরেন্স, রবার্ট স্পেনসার, পেড্রো টেপজেটকো, কিয়ান্সি নাকাগোয়া, ইসরায়েল শোয়ার্জ।