ছাতক সমিতির ইউএসএ ইন্ক-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট রাত আটটায় নিউইয়র্কের স্থানীয় এক পার্টি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমিতির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
ইমতিয়াজ আহমদ ও মাসুম নূরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাসুম আহমদ।
আবদুল খালিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা হলেন যথাক্রমে ইকবাল আহমদ, জিল্লুল হক, গিয়াস উদ্দিন, আফতাব আলী ও এম এ জলিল।
সম্মেলনে স্বাগত বক্তব্য এবং সমিতির গত বছরের প্রতিবেদন পেশ করেন মানিক আহমদ। আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন মাসুম নূর।
সমিতির নানা বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন গোলাম আম্বিয়া, আবদুল আজিজ, আঙ্গুর মিয়া, মাসুক মিয়া, জনার্ধন চৌধুরী, আনোয়ার হুসেন, কামাল উদ্দিন ও আবদুল মান্নান।
সম্মেলনে ইকবাল আহমদ, গিয়াস উদ্দিন ও আফতাব আলীকে নিয়ে গঠিত নির্বাচন কমিশনের পক্ষে কমিটি ঘোষণা করেন আফতাব আলী। ২০১৯-২১ সালের জন্য ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল খালেক ও রইচ আলীকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সালিক মিয়া ও মাসুক আহমদ, কোষাধ্যক্ষ মাসুম নূর, সাংগঠনিক সম্পাদক জনার্ধন চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমদ বেলাল, দপ্তর সম্পাদক মান্না মুনতাসির, মহিলা সম্পাদিকা নাহিদা আলী, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক নূর উদ্দিন ইকবাল, ধর্ম ও জনকল্যাণ সম্পাদক আশরাফ হাছান।
কার্যকরী সদস্যরা হলেন—সোফিয়া আলী, সাইদুল ইসলাম, শুকুর আলী, জোসেফ চৌধুরী, এস এম জলিল প্রমুখ।
সম্মেলনে উপস্থিত অতিথিদের নৈশভোজে আমন্ত্রণের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।