যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ‘হারিকেন ফ্লোরেন্স’ আঘাত হানতে শুরু করেছে। হারিকেনটি দুর্বল হয়ে নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ফ্লোরেন্সের আঘাতে হাজারো বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমুদ্রের পানি উপকূলীয় এলাকার সড়কে চলে এসেছে। ফ্লোরেন্সের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ক্যামেরায় ধরা পড়েছে ‘হারিকেন ফ্লোরেন্স’-এর রুদ্রমূর্তি-রূপ। ছবি: রয়টার্সহারিকেনের প্রভাবে কালো মেঘে ছেয়ে গেছে সৈকতের আকাশ। ছবি: এএফপিহারিকেনের প্রভাবে বইছে ঝোড়ো হাওয়া। ছবি: এএফপিনদীর পানি উপচে ডুবে গেছে সড়ক। ছবি: এএফপিঘর খালি করে দেওয়ার পর জিনিসপত্র গাড়িতে তুলছেন এক ব্যক্তি। ছবি: এএফপিসড়কে উঠে গেছে পানি। পানি মাড়িয়ে চলছে গাড়ি। ছবি: এএফপিপ্রবল বৃষ্টির কারণে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। ছবি: এএফপিহারিকেনের প্রভাবে বন্যা দেখা দিয়েছে। ছবি: এএফপি