চট্টগ্রাম সিটি অ্যাসোসিয়েশন অব ইউএসএর বার্ষিক বনভোজন হয়ে গেল ৮ আগস্ট। সংগঠনটি প্রথম ১২ জুলাই বিয়ার মাউন্টেনে বনভোজনের সময়সূচি ঘোষণার করেছিল। কিন্তু করোনা মহামারির কারণে দেশের সব ধরনের কার্মকাণ্ড বন্ধ থাকায় তারিখ পরিবর্তন করে ৮ আগস্ট করা হয়। ভেন্যু ঠিক করা হয় নিউইয়র্কের অরচার্ড বিচ পার্ক ব্রঙ্কস।
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্বের বিধিবিধানের কথা মাথায় রেখে এবার কোনো বনভোজনস্থলে যেতে বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়নি। প্রাইভেট কারে যান সবাই। সকাল ১০টা থেকে চট্টগ্রাম শহরবাসী চার্চ-ম্যাকডোনাল্ড, নিউ কার্ক ও জ্যাকসন হাইটস থেকে বনভোজনের গন্তব্যে রওনা হয়।
অরচার্ড বিচে প্রথমেই উপস্থিত সবাইকে বনভোজনের কর্মসূচি জানিয়ে দেন সংগঠনের সমন্বয়কারী জামাল উদ্দীন চৌধুরী, শিশু–কিশোরদের খেলনা, ক্যান্ডি ও জুস বিতরণ করেন জাভেদ হোসেন ও মহীম উদ্দীন। কিশোর–কিশোরীদের ক্রীড়া ও ফুটবল খেলার তত্ত্বাবধান করে মো. আজীম সম্রাট ও মাহবুব রহমান।
বেলা ১টার দিকে ব্রুকলিনের মধুবন রেস্টুরেন্ট থেকে খাবার আসলে আইয়ুব আনসারী ও ফজলুল হকের তত্ত্বাবধানে অতিথিদের আপ্যায়ন করানো হয়। তাদের সহযোগিতা করেন আবুল কাসেম, পারভেজ, সাহাবউদ্দীন, কবির আহমদ, মহীউদ্দীন, মো. মুছা, তানিমসহ আরও অনেকে।
বিকেল পাঁচটায় মাহবুব, টিপু, জাভেদ ও মহীমের তত্ত্বাবধানে ঝালমুড়ির আয়োজন হয়। ব্রুকলিনের মধুবন রেস্টুরেন্টের তৈরি খাবার বনভোজনে আগত অতিথিদের প্রশংসা কুড়ায়।