টিভির পর্দায় কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক দেখছেন দর্শকেরা
টিভির পর্দায় কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক দেখছেন দর্শকেরা

গর্ভপাতের অধিকার নিয়ে কমলা-ট্রাম্পের কথার লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্কে অবধারিতভাবে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি উঠে এসেছে। এ নিয়ে দুই প্রার্থী একে অপরের দলের নীতির সমালোচনা করেছেন।

উপস্থাপক গর্ভপাতের অধিকারের বিষয়ে ট্রাম্পের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান। জবাবে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ডেমোক্র্যাটরা ৯ মাসের গর্ভাবস্থায় গর্ভপাতের অধিকার দিতে চান।

ট্রাম্প অভিযোগের সুরে বলেন, গর্ভপাতের অধিকারের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান বেশ জোরালো। এমনকি কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ ৯ মাসের গর্ভাবস্থায়ও গর্ভপাতের অধিকার দেওয়ার পক্ষে কথা বলেছেন।

নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি নিষ্পত্তির অধিকার অঙ্গরাজ্য পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়তা করবেন—বিতর্কে এমনটাই জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী।

ট্রাম্প বলেন, কিছু কিছু অঙ্গরাজ্য জন্মের পর নবজাতককে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়।

ট্রাম্পের এ কথার পর উপস্থাপক বলেন, ‘আমাদের দেশে এমন কোনো অঙ্গরাজ্য নেই, যেখানে জন্মের পর কোনো শিশুকে হত্যা করা বৈধ।

এরপর গর্ভপাতের অধিকারের বিষয়ে কথা বলেন কমলা। তিনি স্মরণ করিয়ে দেন, বছর দুয়েক আগে সুপ্রিম কোর্ট গর্ভপাতের ফেডারেল অধিকার কেড়ে নিয়ে রায় দেন। তখন যেসব বিচারক এ রায় দেন, তাঁদের তিনজনকে ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন।

ট্রাম্পের উদ্দেশে কমলা বলেন, ‘আপনি বলেন, মানুষ এটাই চেয়েছিল? কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে পার্কিং লটে গাড়িতে সন্তানসম্ভবা নারীর রক্তপাত হয়েছে। কারণ, তাঁরা গর্ভপাত করার অনুমতি পাননি।’

স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক শুরু হয়।

এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।