হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে, এ বছর ভর্তির জন্য আবেদনকারীদের এসএটি এবং এসিটি স্কোর জমা দেওয়ার দরকার হবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণার ফলে এখন প্রিন্সটন ছাড়া বাকি সাতটি আইভি লীগ বিশ্ববিদ্যালয়েই চলতি বছরে এই পরীক্ষাগুলোর স্কোর জমা দেওয়া লাগবে না, যা সম্ভবত অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রভাব ফেলবে।
এসএটি ও এসিটি পরীক্ষাগুলো অন্যায়ভাবে বিভিন্ন বর্ণের শিক্ষার্থীদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করে, এ রকম ক্রমবর্ধমান সমালোচনার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চলতি বছরে এসব পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত জানায়। ভর্তি কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মহামারি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের শেখার এবং এসব পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। করোনা মহামারির এ সময়ে পরীক্ষাগুলোর দিন-তারিখ নির্ধারণ করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়ে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ রকম সিদ্ধান্ত নিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত যদিও ক্ষণস্থায়ী, কিন্তু অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এ পরীক্ষাগুলো ছাড়াই ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে। এ সিদ্ধান্তকে সমর্থনকারীরা বলছেন, এ পরীক্ষাগুলো ছাড়াই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও বৈচিত্র্যময় হবে এবং যোগ্য শিক্ষার্থীরা এতে ভর্তির সুযোগ পাবে।