নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউয়ের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পরিবেশিত হয়েছে মনোজ্ঞ সংগীত সন্ধ্যা।
এবিএম মাল্টিমিডিয়ার বর্ণিল এ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল ভালোবাসা দিবসের কেক কাটা ও শুভেচ্ছা বক্তব্য।
এবিএম মাল্টিমিডিয়ার চেয়ারম্যান জামাল আহমেদের সভাপতিত্বে ও কমিউনিটি অ্যাকটিভিস্ট রেজা আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—ইউএসএনিউজঅনলাইন ডট কম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন, হৃদয়ে বাংলাদেশের উপদেষ্টা মামুন রহমান ও শামিম আহমেদ, সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, দপ্তর সম্পদক মার্গারেট মল্লিক, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ ও শারমিন মিথিলা, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কবি নাসরিন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল হেরিটেজ প্রিজারভেশন পরিষদের সভাপতি রাজু আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট জামাল হুসেন, মিয়া মো. দাউদ, পারভীন বানু, এবিএম মাল্টি মিডিয়ার কর্মকর্তা মাহবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ছাড়াও এবিএম মাল্টিমিডিয়ার সদস্যরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে এবিএম মাল্টিমিডিয়ার কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসের কেক কাটেন।
অনুষ্ঠানে নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পী কৃষ্ণা তিথি ও শারমিন তানিয়া সংগীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল ইউএসএনিউজঅনলাইন ডট কম, রূপসী বাংলা ও মিমটিভি।