যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলিতে বন্দুকধারীসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৬ জন। আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে টেক্সাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুটি হামলায় বন্দুকধারীর গুলিতে ৩০ জন নিহত হলেন।
সিএনএন ও এএফপির খবরে বলা হয়েছে, পুলিশ জানায়, ডেটনের ওরেগনে ডিস্ট্রিক্টের নেড পেপারস বারে গতকাল শনিবার স্থানীয় সময় রাত সোয়া একটা নাগাদ হামলার ঘটনা ঘটেছে। হামলায় বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হন। হামলাকারী ছিলেন দুজন। তাঁদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অপরজন পালিয়ে গেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, নেড পেপারস বারে বাইরে জরুরি সেবার গাড়ি ও চিকিৎসকেরা অবস্থান করছেন।
পালিয়ে যাওয়া হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। হাসপাতালের চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অবস্থা কেমন, তা জানা যায়নি।
আরও পড়ুন