নিউইয়র্কের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইনকের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট লং আইল্যান্ডের বেলমন্ড লে পার্কে এ পার্টি অনুষ্ঠিত হয়।
সুন্দর ও আনন্দমুখর পরিবেশে গত চার বছরের মতো এবারও বারবিকিউ পার্টির আয়োজন করে সংগঠনটি। ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে সংগঠনের সভাপতি মো. রাকিবুজ্জামান খানের নেতৃত্বে ২০-২২টি পরিবারের সদস্যদের অংশগ্রহণে এ পার্টি শুরু হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশাল আয়োজনের অনুমতি মেলেনি এবার। কিন্তু দীর্ঘ দিন ধরে লকডাউন থাকায় অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়া সদস্যদের মধ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ ছিল অনেক।
সংগঠনের উপদেষ্টা ও বেইল পরোটার স্বত্বাধিকারী মো. শামিম আহমেদের নিজ হাতে বানানো সুস্বাদু চটপটি পরিবেশন করেন এলাহী তালুকদার মসিতুল্লাহ, মাসুম ও জাকির হাসান। বারবিকিউ তৈরির কাজটি করেন মো. জহুরুল ইসলাম, মো. শফিউল আলম ও সামসুল ইসলাম। তাঁদের সহযোগিতা করেন সাহাদৎ হোসেন, মেহেদী হাসান, আবু মুসা, নাসিমা খাতুন, সারমিন সুলতানা ও মনিকা পারভিন। যোগ দেন লং আইল্যান্ড থেকে মোহাম্মদ টিপু খান, ব্রঙ্কস থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মো. কামরুজ্জামান, টিপু সুলতান, ইবনে জুবাইর, সাইফুল ইসলাম ও সবুজ।
করোনাকালের সতর্কতা হিসেবে প্রতিটি টেবিলে ছিল সাবান-পানি ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সুবিধা। আয়োজনের মধ্যে ছিল ক্রিকেট প্রতিযোগিতা, নারীদের রশি টানাটানি, ছোট ছেলেমেয়েদের ফুটবল খেলা ও যেমন খুশি তেমন জো প্রতিযোগিতা।
কোভিড-১৯ এর কারণে প্রায় সবাই গৃহবন্দী ছিলেন এত দিন। প্রায় ৬-৭ মাস পর পরিবার-পরিজনসহ এক জোট হতে পেরে তাই সবাই আনন্দ মেতে ওঠেন। আর ছোট ছোট বাচ্চারা নীল আকাশের নিচে খোলামেলা জায়গায় এদিক-সেদিক খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে।
দিনভর আয়োজনে আরও ছিল রসালো তরমুজ, বিরিয়ানি, ঝালমুড়ি, চা ও ফিরনি। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন মো. শফিউল আলম ও এলাহী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী। সম্মানিত অতিথি ছিলেন এইচ এম শহিদ এবং সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মনোয়ারুল ইসলাম।
বারবিকিউ পার্টির ফাঁকে সাংগঠনিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও সেরে নেন নেতৃবৃন্দ। এর মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঈদ পুনর্মিলনী, নতুন কমিটি গঠন ও কবরস্থান কেনার বিষয়ে আলোচনা উল্লেখযোগ্য। সংক্ষিপ্ত সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।