ইকে টেকনোলজি গ্রুপের ভিন্ন রকম কমিউনিটি সেবা

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ইকে টেকনোলজি গ্রুপ ইনক ভিন্ন রকম কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছে। ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, মোবাইল অ্যাপ ক্রিয়েটিংসহ ইকে টেকনোলজি ডিজিটাল মার্কেটিং, ব্যবসা, শিক্ষা, ভ্রমণসহ বিভিন্ন সেক্টরে আধুনিক টেকনোলজির সেবা দিয়ে যাচ্ছে।

ইকে টেকনোলজি গ্রুপের ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর আবদুল কাদের বলেন, ইকে টেকনোলজি গ্রুপ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিউইয়র্ক ও বাংলাদেশে একযোগে আইসিটি সেক্টরে কাজ করে যাচ্ছে। ইকে টেকনোলজি গ্রুপের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে-ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং, মোবাইল অ্যাপ ক্রিয়েটিং, ডিজিটাল এসইও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস, পিওএস সলিউশন, ইভেন্টোরি সিআরএম, বিভিসি ও স্কোপেন টেকনোলজি ইত্যাদি। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তিকে সঙ্গে নিয়ে ইকে টেকনোলজি গ্রুপ তাদের সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। গ্রুপের রয়েছে সুদক্ষ-প্রশিক্ষিত কর্মী বাহিনী।

আবদুল কাদের আরও বলেন, ইকে টেকনোলজি গ্রুপ ইনক-এর রয়েছে নিজস্ব এমন সব ইলেকট্রনিকস ডিভাইস যা সহজ ও স্বচ্ছতার সঙ্গে অফিস কিংবা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য। তিনি বলেন, নিউইয়র্কের ইকে টেকনোলজি গ্রুপ ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মানবতার জন্যও কাজ করে যাচ্ছে। ইকে টেকনোলজি গ্রুপ ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটিকে সঙ্গে নিয়ে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে বিনা মূল্যে ফেস মাস্কসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ৫ জুলাই বিকেলে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মোকাবিলায় সবার সচেতনতাই মূল ভূমিকা রাখতে পারে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই জরুরি।

ইকে টেকনোলজি গ্রুপের সঙ্গে যোগাযোগ : ফোন : ৭১৮-৭৯৫-৮৬২৮। ইমেইল: aktechny@gmail.com, ওয়েবসাইট: ww.ektechnologygroup.com