৩৩তম ফোবানা সম্মেলন

আয়োজক ও স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

সভায় ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি ও ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্যরা
সভায় ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি ও ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্যরা

আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক কমিটি ও ফোবানা স্টিয়ারিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৭ আগস্ট জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।
আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর নিউইয়র্কের লং আইল্যান্ড শহরের নাসাউ কলসিয়ামে ৩৩তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় চলতি বছরের ফোবানা সম্মেলনের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন—মোর্শেদ আলম, মাসুদুর রহমান, মঈনুদ্দীন নাসের, নিশান রহিম, আবু জাফর মাহমুদ, গিয়াস আহমেদ, আলী ইমাম শিকদার, কাজী আজহারুল হক মিলন, জসীম ভূঁইয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, খন্দকার ফরহাদ, ফোবানা কনভেনশনের আহ্বায়ক শাহ নেওয়াজ, ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ফোবানা কনভেনশনের সদস্যসচিব ফিরোজ আহমেদ। সভার শুরুতে ফোবানার চলতি বছরের কনভেনশন নিয়ে সর্বশেষ আপডেট তুলে ধরেন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। এরপর বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যানরা তাঁদের কমিটির প্রতিবেদন পেশ করেন। এ সময় সাব কমিটির সদস্যরাও তাঁদের মতামত তুলে ধরেন।
সভায় ফোবানা কনভেনশন কমিটি কর্তৃক নির্ধারিত ছয়টি বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো—অর্থ, সেমিনার, নিরাপত্তা, অনুষ্ঠান, উপস্থাপনা, স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য।
সভায় সেমিনার বিষয়ক কমিটির চেয়ারম্যান বলেন, এবারের কনভেনশনে অন্তত চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান ১৫ আগস্টের মধ্যে আগ্রহীদের লেখা পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান সভায় তাঁর কমিটির নানা সমস্যার কথা তুলে ধরেন।
সভায় জানানো হয়, এবারের কনভেনশনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম এ ফয়েজ। কনভেনশনে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় সংগীত শিল্পী কনকচাঁপা, এস আই টুটুল ও সেলিম চৌধুরীসহ জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল এবং জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী দম্পতি ওমর সানী ও মৌসুমী থাকবেন। এ ছাড়া অন্যান্য শিল্পীরা অংশ নেবেন। তাঁদের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর নাম পরবর্তীতে জানানো হবে।
ফোবানা কনভেনশনে দুদিনের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৩০ ডলার। একদিনের জন্য ২০ ডলার। তবে শিল্পীদের সঙ্গে ডিনারের জন্য আলাদা টিকিট কিনতে হবে।
সভায় উপস্থিত স্পনসর প্রতিষ্ঠানের কয়েকজনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় যোগদানকারী অর্ধ শতাধিক ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—সৈয়দ এনায়েত আলী, মাকসুদুল হক চৌধুরী, নূপুর, কাজল, নার্গিস রহমান, মোহর খান, হাসান জিলানী, মোহাম্মদ রহমান, রিয়া রহমান, শেখ হায়দার আলী প্রমুখ।