নিউইয়র্কের লেনক্স অ্যাভিনিউয়ের কাছে ১১৩ স্ট্রিটে আতশবাজি থেকে আগুন লেগে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। ২২ জুন ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, এক কৃষ্ণাঙ্গ যুবক ফুটপাতে বসে থাকা অসহায় গৃহহীনের দিকে একটি আতশবাজিকে আগুন ধরিয়ে ছুড়ে মারে। আতশবাজিটি মুহূর্তেই গৃহহীন লোকটির শরীরে বিস্ফোরিত হয়।
মারাত্মক আহত নাম না জানা ওই গৃহহীনকে পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। হারলেম এলাকায় কর্মরত জেফ্রি ব্লাকম্যান নামের এক ব্যক্তি বলেন, ‘এ ধরনের কাজ উন্মাদনা একজন সভ্য লোক কীভাবে করতে পারে?’
স্থানীয় বাসিন্দা বেট্রিস ড্রাইটন বলেন, ‘আহত গৃহহীন করোনা মহামারির শুরু থেকেই এখানে অবস্থান করছে। নগরীর সমাজকল্যাণ বিভাগ গৃহহীন লোকটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিইনি, যা দুঃখজনক।’
এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি দাবি করেছেন টেরেকি ও টাইকুন নামের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের দুই নেতা। অবৈধ আতশবাজির এ ধরনের অপব্যবহারে নগরের মেয়র বিল ডি ব্লাজিও উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পুরো নিউইয়র্ক শহরে অবৈধ আতশবাজি পোড়ানো বাবদ ১১ হাজার ৩৫৫টি অভিযোগ ৩১১ নম্বরে লিপিবদ্ধ করা হয়েছে। এর প্রায় অর্ধেকই এসেছে ব্রুকলিন থেকে। এ-সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে চলতি মাসে।