আটলান্টিক সিটিতে ঈদ পুনর্মিলনী ২০ আগস্ট

.

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২০ আগস্ট আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
ঈদ পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে বারবিকিউ পার্টি, শুভেচ্ছা বিনিময়, জম্পেশ আড্ডা ইত্যাদি। ওই দিন বেলা তিনটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কার্যক্রম চলবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের নেতারা বাংলাদেশ কমিউনিটির সবাইকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।