মধ্য আমেরিকার দারিদ্র্যপীড়িত দেশ থেকে স্রোতের মতো আগত হাজার হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ঠেকাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত ‘মেক্সিকোতে অবস্থান’ নীতির আওতায় মেক্সিকোর তাপাচুলা শহরের সিলগো ২১ আটককেন্দ্রে অবৈধ অভিবাসীরা মানবেতর জীবন যাপন করছেন। তীব্র গরমে ক্ষতিকারক পোকামাকড়ে সঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছেন আনুমানিক ৭৪ হাজার অবৈধ অভিবাসী।
চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মেক্সিকোর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক অভিবাসীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। মেক্সিকো সরকারের সহায়তায় নেওয়া সীমান্তের অপর পারে অভিবাসীদের আটকে দেওয়ার নীতির কারণে অবৈধ পারাপারের হার কমেছে। কিন্তু মেক্সিকো সরকার কর্তৃক পরিচালিত আটককেন্দ্রগুলো মানুষের বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যথাযথ আইনি সহায়তা দেওয়া বন্ধ রেখেছে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের পাশাপাশি মেক্সিকো প্রশাসনও অভিবাসনপ্রত্যাশীদের আইনি সহায়তা দেওয়া বন্ধ রেখেছে। ফলে আটককেন্দ্রগুলোয় থাকা অবৈধ অভিবাসীদের ভয়াবহ কষ্টের মধ্য দিন কাটাতে হচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে এ নিয়ে নীরবতাই পালন করে যাচ্ছে প্রশাসন।