একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ১৫ ডিসেম্বর, শুক্রবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া ভারত, ইউক্রেনের আরও কিছু উল্লেখযোগ্য খবরও আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ফিলিস্তিনের গাজায় একটি সুড়ঙ্গ
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুড়ঙ্গগুলো সাগরের পানি ভরে ধ্বংস করার কাজ শুরু করেছে ইসরায়েল। এ অভিযানে ‘সফলতা’ পেতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সফলতার দাবি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ‘টাইমস অব ইসরায়েল’।

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজা সিটির বাড়িঘর

গাজা উপত্যকায় ‘নিকট ভবিষ্যতে’ যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন, গাজায় বেসামরিক মানুষদের জীবন বাঁচাতে তারা যেন আরও সতর্ক হয়।

ভারতের উত্তর প্রদেশের মথুরার শাহি ঈদগাহ মসজিদ

মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল কি না, তা জানতে বারানসির জ্ঞানবাপি মসজিদে জরিপের অনুমতি আগেই দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। এবার একই অনুমতি দেওয়া হলো মথুরার শাহি ঈদগাহ মসজিদের ক্ষেত্রেও। গতকাল বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মায়াঙ্ক কুমারের নির্দেশ, আদালত নিযুক্ত এক কমিশনারের তদারকিতে ওই জরিপ চালানো হবে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশের আধুনিকায়নের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যসংক্রান্ত কমিটির ৫০তম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে। আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি খবরটি প্রকাশ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা

ইউক্রেনকে সদস্য করে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এ ঘটনাকে নিজ দেশ ও ইউরোপের ‘বিজয়’ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ছয় বছর আগে স্পেনে হারিয়ে যায় অ্যালেক্স বেটি

গত বুধবার সকালে ফ্রান্সের তুলুসি শহরে খুঁজে পাওয়া গেছে অ্যালেক্স বেটি নামের এক কিশোরকে। তার বাড়ি যুক্তরাজ্যে। ছয় বছর আগে স্পেনে হারিয়ে যায় সে। বছর গড়িয়ে যায়, কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি অ্যালেক্সকে। অবশেষে ছয় বছর পর সন্ধান মিলেছে।