জনসমক্ষে আসে ময়ূর সিংহাসন, মহাকাশে ৪৩৮ দিন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ময়ূর সিংহাসনে প্রথম বসেন মোগল সম্রাট শাহজাহান
ছবি: উইকিমিডিয়া কমন্স

জনসমক্ষে ময়ূর সিংহাসন

মোগল আমলের অনন্য নিদর্শন ময়ূর সিংহাসন। সাত বছরের নির্মাণকাজ শেষে ১৬৩৫ সালের এই দিনে রত্নখচিত সিংহাসনটি প্রথম জনসমক্ষে আনা হয়। এ জন্য দিল্লির লালকেল্লায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মোগল সম্রাট শাহজাহান প্রথম এই সিংহাসনে বসেন। এটি ছিল সম্রাট শাজাহানের সিংহাসনে আরোহণের সপ্তম বছর।

মহাকাশ স্টেশনে ৪৩৮ দিন

রাশিয়ার নভোচারী ভ্যালেরি পলিয়াকভ মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন ১৯৯৫ সালের এই দিনে। তিনি টানা ৪৩৮ দিন মির মহাকাশ স্টেশনে অবস্থান করেছিলেন। মহাকাশে সবচেয়ে বেশি দিন অবস্থান করার রেকর্ড করেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ৮০ বছর বয়সে তিনি মারা যান।

ভ্যালেরি পলিয়াকভ। মহাকাশ স্টেশনে সবচেয়ে বেশিদিন অবস্থান করার রেকর্ড তাঁর দখলে

আরব লিগের যাত্রা

সময়টা ১৯৪৫ সালের ২২ মার্চ, মিসরের কায়রোয় যাত্রা শুরু করে আরব দেশগুলোর জোট আরব লিগ। শুরুতে ছয়টি সদস্যদেশ নিয়ে এই জোট কার্যক্রম শুরু করেছিল। এখন এর সদস্যসংখ্যা ২২।

পানি দিবস

২২ মার্চ বিশ্ব পানি দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর এই দিনে পানি দিবস পালন করা হয়।

জন্ম

জাপানি চিত্রশিল্পী ইয়াওই কুসামার জন্ম ১৯২৯ সালের এই দিনে। তিনি তাঁর স্বতন্ত্র চিত্রশৈলী ও স্থাপত্যের জন্য খ্যাতি পেয়েছিলেন।