বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের বাজারমূল্য বুধবার ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে দিয়ে ছয় দশক ধরে ওয়ারেন বাফেট যে প্রচেষ্টা চালিয়েছেন, তাতে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটেছে।
বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর মধ্য দিয়ে বার্কশায়ার হ্যাথাওয়ে এখন অপর ছয়টি মার্কিন কোম্পানির ক্লাবে যোগ দিল। এগুলো হলো অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যামাজন ডটকম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।