বিচিত্র

১১ লাখ রুপির গাড়ির মেরামত ব্যয় ২২ লাখ

ভারতের বেঙ্গালুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত সেই গাড়িটি
ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। সেটা মেরামত করতে দিয়েছেন এক ব্যক্তি। কিন্তু গাড়িটির মেরামত ব্যয়ের বহর দেখে ওই ব্যক্তির চক্ষু চড়কগাছ। গাড়িটি সারাতে তাঁকে গুনতে হবে ২২ লাখ রুপি। মজার বিষয় হলো, ভক্সওয়াগন পোলো হেচব্যাক মডেলের গাড়িটি কিনতে তাঁর খরচ হয়েছিল সাকল্যে ১১ লাখ রুপি। গাড়ির দামের দ্বিগুণ মেরামত ব্যয় ওই ব্যক্তিকে চিন্তায় ফেলে দেয়। বিষয়টি নেট দুনিয়ায় বেশ শোরগোল ফেলেছে।

ঘটনাটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা অনিরুদ্ধ গণেশ। পেশায় অ্যামাজনের পণ্য ব্যবস্থাপক। ভক্সওয়াগন পোলো হেচব্যাক মডেলের একটি গাড়ি ব্যবহার করেন অনিরুদ্ধ। সম্প্রতি বেঙ্গালুরু শহরে ব্যাপক বন্যা দেখা দেয়। বন্যায় ডুবে যায় অনিরুদ্ধের বাড়ির একাংশ। ক্ষতিগ্রস্ত হয় তাঁর প্রিয় গাড়িটি।

বন্যার পানি নেমে যাওয়ার পর গাড়িটি মেরামতের জন্য বেঙ্গালুরুর ভক্সওয়াগন অ্যাপল অটোতে পাঠান অনিরুদ্ধ। এর মধ্যে কয়েক দিন কেটে যায়। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনিরুদ্ধকে একটি মেইল পাঠানো হয়। তাতে গাড়ি মেরামতের খরচ জানানো হয় তাঁকে। ওই মেইলে বলা ছিল, গাড়িটির প্রায় পুরোটাই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামত করতে খরচ হবে ২২ লাখ রুপি।

খরচের এই বহর অবাক করে অনিরুদ্ধকে। ওই প্রতিষ্ঠান ই–মেইলে অনিরুদ্ধকে আরও জানায়, যদি তিনি তাঁর গাড়ি মেরামত করতে না চান, তবে সেটি ফিরিয়ে নিয়ে যেতে পারেন। এ জন্য তাঁকে গুনতে হবে ৪৪ হাজার ৮৪০ রুপি। অর্থের এই পরিমাণ অনিরুদ্ধের কাছে অনেক বেশি মনে হয়েছে। তাই তিনি পুরো ঘটনাটি লিংকডইনে লেখেন। বলেন, ‘একজন মধ্যবিত্তের জন্য এই খরচ বহন করা বেশ কঠিন।’ অবশেষে গত ২৬ সেপ্টেম্বর তিনি গাড়িটি ফিরিয়ে নেন।

লিংকডইনে এই ঘটনা জেনে একজন মন্তব্য করেছেন, ‘এটা ভীতিকর। ভোক্তা সুরক্ষার প্রতি পুঁজিবাদের কোনো সম্মান নেই?’