সবচেয়ে দীর্ঘতম ১০ স্থলসীমান্ত কোন কোন দেশে

সীমান্ত হলো দুই দেশের মধ্যকার আন্তর্জাতিক স্বীকৃত বিভাজন রেখা। অর্থাৎ, সীমান্ত দিয়ে দুটি দেশের ভূখণ্ড পৃথক করা হয়। আর এটা করা হয় আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে। কোনো কোনো দেশের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য বেশ ছোট, আবার কোনোটির বিশালাকার। আসুন, একনজরে দেখে নিই বিশ্বের কোন কোন দেশের মধ্যে (এ বছরের আগস্ট পর্যন্ত) সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে-

যুক্তরাষ্ট্র-কানাডা

বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে

আয়তনে বিশ্বের বড় দেশগুলোর তালিকায় শুরুর দিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বেশ দীর্ঘ। আয়তনে যা ৮ হাজার ৮৯৩ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য শতাধিক স্থলবন্দর রয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, নিউইয়র্ক, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ডাকোটা, মন্টানাসহ বেশ কয়েকটি রাজ্যের সঙ্গে কানাডার সীমান্ত রয়েছে।

কাজাখস্তান-রাশিয়া

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। পৃথিবীর বৃহত্তম দেশটির প্রতিবেশী রাশিয়ার সঙ্গে ৭ হাজার ৬৪৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্য দিয়ে কাজাখস্তান-রাশিয়ার সীমান্ত বিশ্বের বুকে দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ স্থলসীমান্তের স্বীকৃতি পেয়েছে। দুই দেশের সীমান্তে উল্লেখযোগ্য শহরের মধ্য রয়েছে—কাজাখস্তানের কুরমাঙ্গাজি, সায়কিন, ঝানিবেক, মৌখিক, ঘেটিকারা পেট্রোপাভেল এবং রাশিয়ার মারফিনো, আস্ট্রখান, কায়সাটস্কয়, পাল্লাসোভকাসহ বেশ কয়েকটি শহর।

আর্জেন্টিনা-চিলি

বরফাচ্ছাদিত আর্জেন্টিনা ও চিলি সীমান্ত

আর্জেন্টিনা ও চিলি—দুটিই দক্ষিণ আমেরিকার দেশ। দেশ দুটির মধ্যে ৬ হাজার ৬৯১ কিলোমিটারের দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। এটা বিশ্বে তৃতীয় দীর্ঘতম স্থলসীমান্ত। আন্দিজ পর্বতমালা ও তিয়েরা দেল ফুয়েগো দ্বীপ এই দুই দেশকে আলাদা করেছে। তা ছাড়া দুই দেশের মধ্যে বেশ কিছু সীমান্তবিরোধ রয়েছে, যার মধ্য অন্যতম হচ্ছে দক্ষিণাঞ্চলীয় পাতাগোনিয়ান আইস ফিল্ড।

চীন-মঙ্গোলিয়া

চীন-মঙ্গোলিয়া সীমান্তে পণ্যবাহী ট্রাকের সারি

চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। কাজেই দেশটির দীর্ঘ স্থলসীমান্ত থাকবে, এটাই স্বাভাবিক। তবে শুধু প্রতিবেশী মঙ্গোলিয়ার সঙ্গে চীনের ৪ হাজার ৬৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটা বিশ্বের চতুর্থ দীর্ঘতম স্থলসীমান্ত।

বাংলাদেশ-ভারত

বাংলাদেশ-ভারত সীমান্ত

বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্ত আমাদের। অর্থাৎ, ভারতের সঙ্গে বাংলাদেশের। দৈর্ঘ্যের হিসাবে এটা ৪ হাজার ১৪২ কিলোমিটার। বাংলাদেশের পশ্চিম-উত্তর এবং পূর্বাঞ্চলের অধিকাংশ অঞ্চলের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে।

চীন-রাশিয়া

আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। তৃতীয় অবস্থানে আছে চীন। দুই দেশের মধ্যে স্থলসীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ১৩৩ কিলোমিটার। রাশিয়া ও চীনের সীমান্তে দেড় শর বেশি স্থলবন্দর রয়েছে, যে পথ দিয়ে মানুষ যাতায়াত করে এবং পণ্য পরিবহন করা হয়। এগুলো ২৪ ঘণ্টা খোলা থাকে।

মঙ্গোলিয়া-রাশিয়া

শুধু চীন নয়, প্রতিবেশী মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। এর দৈর্ঘ্য ৩ হাজার ৪৫২ কিলোমিটার। এটা বিশ্বের সপ্তম দীর্ঘতম স্থলসীমান্ত।

বলিভিয়া-ব্রাজিল

দক্ষিণ আমেরিকার দুই দেশ ব্রাজিল ও বলিভিয়া। দেশ দুটির মধ্যে ৩ হাজার ৪০৩ কিলোমিটারের অভিন্ন স্থলসীমান্ত রয়েছে। এর মধ্য দিয়ে এই সীমান্ত বিশ্বের অষ্টম দীর্ঘ স্থলসীমান্তের স্বীকৃতি পেয়েছে।

ভারত-পাকিস্তান

বিশ্বের বুকে নবম দীর্ঘতম স্থলসীমান্ত ভারত ও পাকিস্তানের

ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে পরিচিত। বেশ কয়েকবার দেশ দুটি সীমান্তবিরোধে জড়িয়েছে। দুই দেশের মধ্যে ৩ হাজার ১৯০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে, যা বিশ্বের বুকে নবম দীর্ঘতম।

মেক্সিকো-যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে দেয়াল তুলেছে মার্কিন প্রশাসন

মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তবিরোধ রয়েছে। দেশ দুটির মধ্যে স্থলসীমান্তের দৈর্ঘ্য ৩ হাজার ১৫৫ কিলোমিটার। এর মধ্য দিয়ে এই সীমান্ত বিশ্বের দশম দীর্ঘ স্থলসীমান্তের স্বীকৃতি পেয়েছে। অবৈধ অভিবাসীর স্রোত ঠেকাতে বিগত ট্রাম্প সরকারের আমলে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলেছে যুক্তরাষ্ট্র।