ফরাসি ‘স্পাইডারম্যানের’ কীর্তি, গিরিখাতে কাচের হাঁটাপথ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

গৃহযুদ্ধের অবসানের পর স্পেনে ক্ষমতায় বসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
ফাইল ছবি : এএফপি

স্পেনে গৃহযুদ্ধের অবসান

১৯৩৯ সালের এ দিনে স্পেনের মাদ্রিদে প্রবেশ করেন জাতীয়তাবাদী যোদ্ধারা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন চলা দেশটির গৃহযুদ্ধের অবসান হয়। স্পেনে ক্ষমতায় বসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো।

দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ খলিফার গা বেয়ে ওঠেন ফরাসি অ্যালেইন রবার্ট

ফরাসি ‘স্পাইডারম্যানের’ কীর্তি

ফরাসি অ্যালেইন রবার্ট ’স্পাইডারম্যান’ নামে পরিচিত। ২০১১ সালের এ দিনে নতুন একটি কীর্তি গড়েন তিনি। এদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আইকনিক ভবন বুর্জ খলিফার গা বেয়ে ওঠেন তিনি। ভবনটির ২ হাজার ৭২৩ ফুট উঠতে রবার্ট সময় নেন মাত্র ছয় ঘণ্টা।

গ্র্যান্ড ক্যানিয়নে কাচের হাঁটাপথ চালু

যুক্তরাষ্ট্রের আরিজোনায় গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য দেখতে প্রতিবছর হাজারো পর্যটক ভিড় করেন। পর্যটক আকর্ষণে এখানে চালু করা হয়েছে কাচের তৈরি একটি হাঁটাপথ। ২০০৭ সালের এ দিনে হাঁটাপথটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।  

গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য দেখতে কাচের তৈরি হাঁটাপথে পর্যটকেরা

প্রথম ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯৮১ সালের এ দিন যুক্তরাজ্যের লন্ডনে বসে বিশ্বের প্রথম ভারোত্তোলন প্রতিযোগিতা। এতে ছয়টি দেশের সাতজন প্রতিযোগী অংশ নেন। বিজয়ী হন যুক্তরাজ্যের এডওয়ার্ড লরেন্স। তাই লরেন্সকে বিশ্বের প্রথম চ্যাম্পিয়ন ভারোত্তোলক বলা হয়। তিনি এই খেলায় মোট ১৪টি বিশ্ব রেকর্ড গড়েছেন।

নতুন করে চালু কাবুকি থিয়েটার

জাপানের টোকিওর ঐতিহ্যবাহী থিয়েটার কাবুকি-জা। জাপানের ঐতিহ্যবাহী নৃত্যনাট্য পরিবেশিত হয় এখানে। রংবেরঙের পোশাক পরে, রঙিন মেকআপে শিল্পীরা এখানে নাটক পরিবেশন করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালের এ দিনে টোকিওতে কাবুকি থিয়েটার নতুন করে চালু হয়।

লেডি গাগার জন্ম

আলোচিত মার্কিন পপতারকা লেডি গাগা। শ্রোতাপ্রিয় নানা গান লিখে ও গেয়ে আলোচিত তিনি। বিভিন্ন অনুষ্ঠানে ব্যতিক্রমী ও চোখ ধাধানো পোশাক পরার জন্য আলাদা করে তাঁর খ্যাতি রয়েছে। এই সংগীতশিল্পী পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড ও অস্কার। ১৯৮৬ সালের এ দিনে জন্ম নেন লেডি গাগা।