কিউবায় আঘাত হেনেছে হারিকেন অস্কার। সপ্তাহান্তের এই দুর্যোগে দেশটিতে ছয়জনের প্রাণহানি হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল গতকাল সোমবার এ তথ্য জানান।
হারিকেন অস্কারের আঘাতে কিউবায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন দেশটির অসংখ্য মানুষ।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, কিউবার পূর্বাঞ্চলের প্রদেশ গুয়ান্তানামোয় হারিকেন অস্কারের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কিউবার ভূখণ্ডে গত রোববার সন্ধ্যায় হারিকেন অস্কার আঘাত হানে। এ সময় পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে কিউবার মূল ভূভাগে ঝড়ো বাতাস বয়ে যায়।
রোববার ৪৮ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো কিউবার ন্যাশনাল গ্রিডে বিঘ্ন দেখা দেয়। এতে অন্ধকারে ডুবে যায় জনপদ। এর আগে দুই দিনের বেশি সময় ধরে কিউবার লাখো মানুষ বিদ্যুৎ–বিহীন ছিলেন। দেশটির জ্বালানি ও খনিবিষয়ক মন্ত্রণালয় এক এক্স পোস্টে জানায়, শিগগিরই পুনঃস্থাপন কার্যক্রম শুরু করা হবে।
বৈরী আবহাওয়া ও জ্বালানিসংকটের কারণে বাম–শাসিত কিউবা সরকার গত বুধবার থেকে দেশটিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, গতকাল সোমবার শুধু জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরা কর্মক্ষেত্রে গিয়েছেন।
দেশটির জ্বালানি ও খনিবিষয়ক মন্ত্রী ভিনসেন্ট দে লা ও’লেভি সাংবাদিকদের বলেন, আশা করা হচ্ছে মঙ্গলবারের মধ্যে জাতীয় গ্রিড পুরোপুরি সচল হতে পারে। তবে মানুষের নাটকীয় কোনো উন্নতি আশা করা ঠিক হবে না।