ব্রাজিলের সুপ্রিম কোর্ট ভবনের পাশে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৩ নভেম্বর, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়
ব্রাজিলের সুপ্রিম কোর্ট ভবনের পাশে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৩ নভেম্বর, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়

ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণে নিহত ১

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পুলিশ।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টের অধিবেশন শেষে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা যায়। এর পরপরই আদালত খালি করে ফেলা হয়। সেখানে থাকা মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ফেডারেল পুলিশ জানিয়েছে, ‘এ হামলার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।’

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায়। এখানে দেশটির সুপ্রিম কোর্ট ভবন রয়েছে। আরও রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেসের দুই কক্ষের অধিবেশন ভবন।

এর আগে ২০২৩ সালের ৮ জানুয়ারি এই এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল। হাজারো বিক্ষোভকারী ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায় থাকা সরকারি ভবনগুলোয় ঢুকে পড়েন, ভাঙচুর চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

তবে গতকালের এ হামলা কারা, কেন চালিয়েছে; তা জানা যায়নি।